সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, আধুনিক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
আনিসুল হক বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় তার আপসহীন ভূমিকা তাঁকে দেশের মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল।
তিনি আরো বলেন, দেশের সংকটময় সময়ে বেগম খালেদা জিয়া দৃঢ় নেতৃত্ব দিয়ে জনগণের আস্থা অর্জন করেছিলেন। তার নেতৃত্বেই বাংলাদেশে গণতান্ত্রিক ধারার বিকাশ ঘটেছে এবং নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, মোশাহিদ তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, সদস্য সচিব মুসাব্বির তালুকদার সাগরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসএস/টিএ