নির্বাচনী ব্যয় নির্বাহের সহযোগিতা চাইলেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। বুধবার (৭ জানুয়ারি) রাতে ভেরিফায়েড ফেসবুক থেকে লাইভে এসে তিনি এ সহযোগিতা চান।
তারেক বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে আমি ঢাকা-১২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। একটি নির্বাচন সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করতে যে উল্লেখযোগ্য ব্যয় প্রয়োজন, তা এককভাবে বহন করা আমার পক্ষে সম্ভব নয়। এ কারণে আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং আন্তরিক সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, ২০১৮ সালের কোটা আন্দোলনের পর থেকে আপনারা আমার রাজনৈতিক পথচলা প্রত্যক্ষ করে আসছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সংকটময় সময়ে আমি সবসময় আপনাদের পাশে থেকেছি। আবার বিপদের মুহূর্তে আপনাদেরও পাশে পেয়েছি। দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী ভাইয়েরা, ব্যবসায়ী সমাজ এবং চাকরিজীবী ভাই-বোনদের সহযোগিতায় আমি বহুবার কঠিন পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম হয়েছি।
তারেক বলেন, আজ সেই আস্থার জায়গা থেকেই ঢাকা-১২ আসনের নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য আপনাদের সহযোগিতা চাইছি। আপনাদের সহযোগিতা পেলে আমি আমার নির্বাচনী কার্যক্রম সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকরভাবে সম্পন্ন করতে পারব। একইসঙ্গে আমি দৃঢ়ভাবে আশাবাদী আপনাদের সমর্থন ও পাশে থাকার মাধ্যমে ঢাকা-১২ আসনে নির্বাচনে বিজয় অর্জন করা সম্ভব হবে, ইনশাআল্লাহ। আপনাদের পাশে পাওয়া আমার জন্য শক্তি ও অনুপ্রেরণা।
এর আগে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের আলোচিত প্রার্থী এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একইভাবে সমর্থকদের কাছে নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়েছিলেন।
এসএস/টিএ