বাংলাদেশের মুক্তি, গণতন্ত্র ও উন্নয়নের পথে নতুন বার্তা নিয়ে 'আলমগীর ফর টু মোরো' নামে একটি ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ওয়েবসাইটটির উদ্বোধন করেন তার বড় মেয়ে শামারুহ মির্জা।
ওয়েবসাইটটিতে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ভাবনা, রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। সাধারণত সব শ্রেণি-পেশার মানুষের পক্ষে সরাসরি একজন সংসদ সদস্য বা প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না। সে বিষয়টি বিবেচনায় নিয়েই এ ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে যে কোনো মানুষ নিজের অভিযোগ, সমস্যা ও বিভিন্ন মতামত লিখে সরাসরি পাঠাতে পারবেন, যা পৌঁছে যাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে।
ওয়েবসাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭টি অঙ্গীকার তুলে ধরা হয়েছে। এর মধ্যে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি মানবিক ও সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বিশেষ করে তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, সাংস্কৃতিক ঐক্য জোরদার এবং যেকোনো সংকটে মানুষের পাশে থাকার অঙ্গীকার ওয়েবসাইটে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে শামারুহ মির্জা বলেন, এই ওয়েবসাইটটি কোনো নির্বাচন উপলক্ষে তৈরি করা হয়নি। এটি ছিল সময়ের দাবি। ঠাকুরগাঁওয়ের মানুষের নানাবিধ সমস্যা এবং ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, সেসব বিষয়কে গুরুত্ব দিয়েই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।
পিএ/টিএ