উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া বা এরই মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় শিক্ষার্থীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রশাসন।
ভারতের মার্কিন দূতাবাস থেকে এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে কী কী করলে আমেরিকান ভিসা বাতিল হয়ে যেতে পারে। আমেরিকার আইন ভাঙলে যেকোনো মুহূর্তে শিক্ষার্থী ভিসা হারাতে পারেন ভারতীয় শিক্ষার্থীরা।
বলা হয়েছে, আমেরিকার আইন ভাঙলে আপনার শিক্ষার্থী ভিসায় তার গুরুতর প্রভাব পড়তে পারে। যদি আপনি কোনো কারণে গ্রেফতার হন বা কোনো আইন লঙ্ঘন করেন, আপনার ভিসা বাতিল করা হবে। আপনাকে আমেরিকা থেকে দেশে ফিরিয়ে দেওয়াও হতে পারে। ভবিষ্যতে আপনি যাতে কোনো মার্কিন ভিসা না পান, তা-ও নিশ্চিত করতে পারে প্রশাসন। তাই নিয়ম মেনে চলুন। আমেরিকা ভ্রমণ নিয়ে কোনো রকম ঝুঁকি নেবেন না।
নির্দেশিকার শেষে শিক্ষার্থীদের মনে করিয়ে দেওয়া হয়েছে, মার্কিন ভিসা একটি বিশেষ সুবিধা মাত্র। এটি কারো অধিকার নয়। উল্লেখ্য, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ভিসা সংক্রান্ত নিয়মকানুন আগের চেয়ে কঠোর করা হয়েছে। কঠোর অভিবাসন নীতির কারণে অনেক ভারতীয়ও সমস্যায় পড়েছেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
এমআই/এসএন