মালদ্বীপে কাগজপত্র ছাড়া বসবাসরত বাংলাদেশিদের বৈধকরণের সুযোগ দিয়েছে দেশটির সরকার। ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে এপ্রিলের ২ তারিখ পর্যন্ত। সুযোগটি কাজে লাগাতে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
মালদ্বীপে এক লাখের বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। অনেকেই বৈধ কাগজপত্র ছাড়া কাজ করছেন। এ কারণে দেশটির প্রশাসন তাদের অবৈধ ঘোষণা করেছে। তবে এবার তাদের বৈধকরণে সরকারের পক্ষ থেকে সুযোগ দেয়া হয়েছে।
বিভিন্ন কারণে অবৈধ ঘোষিত প্রবাসীরা বৈধ হতে তিন মাসের সময় পাচ্ছেন। ১ জানুয়ারি শুরু হওয়া এ কার্যক্রম চলবে এপ্রিলের ২ তারিখ পর্যন্ত। প্রবাসীরা নতুন কোম্পানি বা মালিকানা ঠিক করে নির্দিষ্ট প্রক্রিয়ায় মালদ্বীপের স্বরাষ্ট্র, নিরাপত্তা ও প্রযুক্তি মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। দেশটিতে বৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপ সরকারের এ উদ্যোগের প্রশংসা করেছেন। মালদ্বীপ সরকারের এ সুযোগ গ্রহণ করতে দেশটিতে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন হাইকমিশনার।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপের নিরাপত্তা মন্ত্রণালয় একটা সাইট খুলবে, সেখান থেকেই আবেদন করা যাবে। দেশটির সরকারের এই ধরনের প্যাকেজকে বাংলাদেশি প্রবাসী ভাই-বোনদের এটা একটা বড় একটা সুযোগ বলেও মন্তব্য করেন তিনি।
২০২৪ সালের মে মাস থেকে চালু হওয়া অপারেশন কুরাঙ্গি'র আওতায় যারা বায়োমেট্রিক সম্পন করেছেন কেবল তারাই আবেদন করতে পারবেন বলে জানিয়েছে দেশটিতে থাকা বাংলাদেশ হাইকমিশন।
ইউটি/এসএন