যুক্তরাষ্ট্র খুব শিগগিরই মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে স্থলভিত্তিক হামলা শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফক্স নিউজের এক অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমরা কার্টেলগুলোর বিরুদ্ধে স্থলভাগে হামলা শুরু করতে যাচ্ছি। এগুলো মেক্সিকো চালাচ্ছে।’
তবে হামলা সরাসরি মেক্সিকো ভূখণ্ডেই হবে কি না, কিংবা এ সংক্রান্ত অন্য বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনার কথা জানাননি তিনি।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো, যখন যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে ক্যারিবীয় সাগরসহ বিভিন্ন অঞ্চলে মাদক পরিবহনের অভিযোগে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়ে আসছে।
হোয়াইট হাউস ও পেন্টাগনের কর্মকর্তারা এসব প্রাণঘাতী হামলার পক্ষে যুক্তি দিয়ে বলেন, জাহাজগুলোর আরোহীরা ভেনেজুয়েলার সশস্ত্র অপরাধী চক্র ‘ত্রেন দে আরাগুয়া’-র সদস্য, যেটিকে গত বছর ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়।
এরই মধ্যে, গেল শনিবার মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। পরে তাদের মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্রে নেয়া হয়।
এছাড়া মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে অবস্থিত অবকাঠামোতে হামলা চালানোর পর রাজধানী কারাকাসে মাদুরোর বাসভবনে অভিযান পরিচালনা করে। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল শিল্পের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগও নিয়েছে এবং জানিয়েছে, দেশটি যুক্তরাষ্ট্রের কাছে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল হস্তান্তর করবে।
এই সামরিক অভিযানের কড়া সমালোচনা করেছে ব্রাজিল, মেক্সিকো, রাশিয়াসহ বিভিন্ন দেশ। এই পদক্ষেপের নিন্দা জানিয়ে দেশগুলোর কর্মকর্তারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অন্যান্য দেশে হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সূত্র: দ্য হিল