নবযুক্ত ৮টি ইউনিয়নের অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা প্রকল্পের পুনঃতদন্ত কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ এ বিষয়টি দপ্তর আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।
সচিব মোহাম্মদ নাছিম আহমেদ জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন নবযুক্ত ৮টি ইউনিয়নের মধ্যে নাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মান্ডা এলাকার সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্যাকেজ নম্বর ১৭ এর অন্তর্ভুক্ত ডেমরা ইউনিয়নের মীরপাড়া সিএনজি পাম্প থেকে ডেমরা চনপাড়া ব্রিজ পর্যন্ত, টুলটুলিয়া পুরাতন ব্রিজ থেকে ডেমরা ইউনিয়ন পরিষদের কার্যালয় পর্যন্ত।
এছাড়া মীরপাড়া লেন বাই লেনের নর্দমা নির্মাণসহ রাস্তা নির্মাণ ও উন্নয়ন কাজের পরিমাপ যাচাই করে সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়-দায়িত্ব নির্ধারণ ও উক্ত কাজের জামানত ফেরত প্রদান করার বিষয়ে পুনঃতদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি কাজের পরিমাপ যাচাই করে সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়িত্ব নির্ধারণ ও যাবতীয় বিষয়ে প্রতিবেদন দাখিল করবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির অঞ্চল ১০ এর নির্বাহী প্রকৌশলীকে। পাশাপাশি কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামকে।
এসএস/টিএ