বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দলটির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেছেন, ‘১৭ বছর পর তারেক রহমান আসার পর দেশে গণতন্ত্র ফিরেছে। আগামী ১২ তারিখ নির্বাচনে যাকে ভোট দিলে রূপগঞ্জসহ সারা দেশের উন্নয়ন হবে আপনারা তাকে ভোট দেবেন।’
শনিবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে তায়রুননেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় গরিব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মানুষের অন্তরে ছিলেন তার প্রমাণ জানাজা।
তার জানাজায় যে মানুষ হয়েছে দেশে আর কখনো কারো জানায় এমন মানুষ হয়নি।’
পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, তারাব পৌর বিএনপির সভাপতি তাসিক হক উসমান, বিএনপির নেতা আব্দুল মতিন ভূঁইয়া ও যুবদল নেতা মামুন ভুইয়াসহ প্রমুখ।
পিএ/টিকে