রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধীন পূর্বাচলের জিন্দাপার্কে পার্ক ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন নিয়ে স্থানীয় অধিবাসীদের সঙ্গে দিনব্যাপী মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় পূর্বাচল জিন্দাপার্কে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
সভায় জিন্দাপার্কসংলগ্ন এলাকার বাসিন্দারা তাদের বিভিন্ন মতামত, সুবিধা-অসুবিধার কথা তুলে ধরে। রাজউক চেয়ারম্যান মনোযোগসহকারে সেসব মতামত গ্রহণ করেন এবং পূর্বাচলসহ সংশ্লিষ্ট এলাকার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় এলাকাবাসী রাজউক চেয়ারম্যানের সরেজমিন উপস্থিতি ও পরিদর্শনকে স্বাগত জানায় এবং পূর্বাচলের সার্বিক উন্নয়নে রাজউকের কার্যক্রমের প্রশংসা করে। মতবিনিময় শেষে রাজউক চেয়ারম্যান এবং তাঁর সঙ্গে থাকা পরিদর্শকদল জিন্দাপার্কের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন স্থাপনা ও নির্মীয়মাণ প্রকল্প পরিদর্শন করে। তিনি নির্মাণকাজের অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি একজন দক্ষ পুরকৌশলী হিসেবে নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তিদের ত্রুটি চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা দেন এবং ভবনের গুণগত মান নিশ্চিতকরণে হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান বলেন, ‘জিন্দাপার্কের মতো একটি দর্শনার্থীবান্ধব স্থানে নির্মিত ভবনগুলোর ক্ষেত্রে নিরাপত্তা ও মানের বিষয়ে কোনো আপস করা যাবে না।
প্রয়োজনে রাজউক ও পূর্ত মন্ত্রণালয় থেকে বিশেষজ্ঞদল সরেজমিন পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও দিকনির্দেশনা দেবে।’
মতবিনিময়সভায় আরো উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি), সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ), সদস্য (উন্নয়ন), প্রধান প্রকৌশলী, প্রধান নগর স্থপতি, পরিচালক পর্যায়ের কর্মকর্তারাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ মতবিনিময়সভা পূর্বাচল ও জিন্দাপার্কের পরিকল্পিত ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন।
টিজে/টিএ