ইনজুরিতে পড়ে শুক্রবারই (৯ জানুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ থেকে ছিটকে যান তিলক ভার্মা। এবার ওয়ানডে সিরিজে সংশয় বাড়ালেন রিশাভ পান্ত। ভাদোদরায় ব্যাটিং অনুশীলনের সময় চোটে পড়েছেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটার। খবর এনডিটিভির।
শনিবার (১০ জানুয়ারি) দীর্ঘ ব্যাটিং সেশনের শেষ দিকে থ্রোডাউন স্পেশালিস্টের করা একটি বল পান্তের কোমরের ঠিক ওপরে আঘাত হানে। পিটিআইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২৮ বছর বয়সী এই বাঁহাতিকে তাৎক্ষণিকভাবে গৌতম গম্ভীরসহ সাপোর্ট স্টাফরা চিকিৎসা দেন। চিকিৎসা নেয়ার পর ব্যথায় কাতর অবস্থায় পান্ত মাঠ ছেড়ে যান। চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজ থেকেই তিনি ছিটকে যাচ্ছেন বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
চোট পাওয়ার আগে পান্ত দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলনে ব্যস্ত ছিলেন। মূলত ফরোয়ার্ড ডিফেন্সের ওপর জোর দেন তিনি, পাশাপাশি মাঝে-মধ্যে ল্যাপ শটও খেলতে দেখা যায় তাকে। পান্ত সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে ওয়ানডে খেলেছিলেন। ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দলে থাকলেও একটি ম্যাচেও মাঠে নামেননি তিনি।
এদিন অনুশীলনের সময় ভারত অধিনায়ক শুভমান গিলকে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকারের সঙ্গে দীর্ঘ আলোচনা করতে দেখা যায়। ব্যাটিংয়ে সমস্যায় পড়া মোহাম্মদ সিরাজকে পরামর্শ দেন সাবেক অধিনায়ক রোহিত শর্মা।
রোববার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ভারত। এই সিরিজের মাধ্যমে বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথমবারের মতো পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হবে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১৪ জানুয়ারি রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ১৮ জানুয়ারি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। ২১ জানুয়ারি শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই সিরিজ।
টিজে/টিএ