পিরোজপুর-২ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. আনিসুর রহমান মুন্নার মনোনয়নপত্র গ্রহণের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত আবেদন দিলেও বিষয়টি সমাধান না হওয়ায় ৯দিন পর হাইকোর্টে অভিযোগ করেন আনিসুর রহমান মুন্না। আবেদনে উল্লেখ করেন, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর বিকেল ৫টার আগে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।
মুন্না দাবি করেন, সহকারী রিটার্নিং কর্মকর্তার কক্ষের বাইরে অপেক্ষা করতে নির্দেশ দেয়া হয় এবং ঠিক সময়ের আগেই তিনি সেখানে উপস্থিত থাকলেও গেট বন্ধ করে দেয়া হয়। পরে ফোন করলে কর্মকর্তার সহকারী জানান, এক মিনিট বিলম্বের কারণে তার মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব নয়।
এসএস/টিকে