‘ওরা ১১জন’- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক বাস্তব দলিল, এক অসামান্য বীরগাঁথা ও আত্মত্যাগের গল্প। মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি দেশের প্রথম এই সিনেমার মূল কারিগর যিনি, যিনি শুধু চলচ্চিত্রই নির্মাণ করেননি, সত্যিকারের মুক্তিযোদ্ধাদের নিয়ে এসেছেন পর্দায়, যিনি শুধু পরিচালনাই নয়, তৈরি করেছেন মুক্তিযুদ্ধের এক অকাট্য দলিল, বাংলা চলচ্চিত্র জগতের সেই গুণী পরিচালক চাষী নজরুল ইসলামের ১১ তম প্রয়াণ দিবস আজ।
জানা যায়, শেরেবাংলা এ.কে ফজলুল হক তার নাম রেখেছিলেন। পরিচালক অভিনেতা ফতেহ লোহানীর সঙ্গে আছিয়া (১৯৬১) চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করার মাধ্যমে চলচ্চিত্র পরিচালনায় তার আগমন।
পরবর্তীতে ১৯৭২ সালে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে চাষী নজরুল ইসলামের। ‘সংগ্রাম’, ‘দেবদাস’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘দেশ জাতি জিয়া’, ‘দুই পুরুষ’- এর মতো অসংখ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন এই কালজয়ী পরিচালক। পাশাপাশি অভিনয়ও করতেন তিনি। প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা এই গুনী শিল্পীকে।
কেএন/টিকে