সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ায় দেশে সামগ্রিকভাবে শীতের অনুভূতি কমেছে। কমেছে শৈত্যপ্রবাহের বিস্তৃতিও। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল মঙ্গলবার ও বুধবারও পরিস্থিতি কম-বেশি একই রকম থাকতে পারে। তবে পরদিন বৃহস্পতিবার থেকে দেশে কুয়াশার ঘনত্ব ও স্থায়িত্ব কিছুটা বাড়তে পারে। এতে দিনের বেলায় সূর্যের আলোর প্রাপ্যতা কমে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক দেশের এক গণমাধ্যমকে বলেন, ‘দেশে সামগ্রিকভাবে শীত কিছুটা কমেছে। আরো দুই দিন (বুধবার পর্যন্ত) পরিস্থিতি একই রকম থাকতে পারে। এরপর এবার দুই দিনের (বৃহস্পতি ও শুক্রবার) জন্য দিনে কুয়াশা বাড়তে পারে।
ফলে এ সময় সূর্যের আলোর প্রাপ্যতা কমে শীত কিছুটা বাড়তে পারে। এরপর এবার তাপমাত্রা তাপমাত্রা বাড়তে পারে, যা অব্যাহত থাকতে পারে ২০ বা ২১ জানুয়ারি পর্যন্ত।’
এদিকে আগের দিনের তুলনায় সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। এতে কমেছে শৈত্যপ্রবাহের ব্যাপ্তিও।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের আট জেলার ওপর দিয়ে মুদু (৮ থেকে ১০ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে গেছে। রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই শৈত্যপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। তাপমাত্রা কিছুটা বেড়েছে ঢাকাতেও। গতকাল এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকালও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে আগামী বুধবার রাত থেকে দেশে কুয়াশার ঘনত্ব ও স্থায়িত্ব বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী দুই দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এবি/টিকে