অভিনেতা ও রাজনীতিক পরিচয়ের বাইরে এবার আন্তর্জাতিক মার্শাল আর্ট অঙ্গনে বিশেষ স্বীকৃতি পেলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। প্রাচীন জাপানি তলোয়ার যুদ্ধকলার শৈলী কেনজুৎসুতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। মার্শাল আর্টে তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা ও সাধনার স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে এই সম্মানকে।
পবন কল্যাণের মার্শাল আর্ট যাত্রা শুরু হয়েছিল কয়েক দশক আগে চেন্নাইয়ে। সেখানে তিনি কারাতে অনুশীলনের পাশাপাশি সামুরাই দর্শন ও শৃঙ্খলাভিত্তিক জীবনচর্চার সঙ্গে গভীরভাবে যুক্ত হন। শারীরিক কৌশলের পাশাপাশি আত্মিক অনুশীলনেও তাঁর মনোযোগই তাঁকে কেনজুৎসু সম্প্রদায়ের আন্তর্জাতিক স্বীকৃতির জায়গায় পৌঁছে দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
এই সম্মান পবন কল্যাণকে কেবল একজন জনপ্রিয় অভিনেতা বা প্রভাবশালী রাজনীতিক হিসেবেই নয়, বরং বহুমাত্রিক শৃঙ্খলা ও নিরবচ্ছিন্ন আত্মউন্নয়নের প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত করল।
এবি/টিএ