শীতে ক্রমশই নামছে তাপমাত্রার পারদ। বাতাসে হিমেল পরশ। এ সময় আর্দ্রতায় কমতে থাকে ত্বকের। যার ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক, উধাও হয় জেল্লা। কিন্তু শীতে পার্টি-অনুষ্ঠান, পিকনিক-বিয়েবাড়ির আয়োজনে আনন্দ, হইহুল্লোড় সব যেন মাটি হয়ে যায়। শ্রীহীন মুখ, খসখসে হয়ে যায় ত্বক। এ সময় কীভাবে আবার ঝলমলিয়ে উঠবে ত্বক, তা-ও আবার মাত্র এক সপ্তাহেই?
সৌন্দর্য ধরে রাখতে তাই নিয়মিত ত্বক ও চুলের যত্ন নেওয়া প্রয়োজন। বি-টাউনের তারকারাও নানা সময়ে জানিয়েছেন, ধারাবাহিকভাবেই রূপচর্চা করেন তারা। আর দরকার উপযোগী সঠিক উপকরণ বেছে নেওয়া এবং পদ্ধতি জানা।
শীতে ত্বকের জেল্লা ফেরানোর এমনই এক উপায়ের হদিস দিলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শীতের দিনেও তিনি কীভাবে ত্বক ঝলমলে রাখেন।
অভিনেত্রী একটি বিশেষ ফেসপ্যাকের কথা বলেছেন। সেই ফেসপ্যাকটি বানানোর জন্য লাগবে ১ টেবিল চামচ দুধ, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল আর ২ ফোঁটা এসেনশিয়াল অয়েল। সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে প্যাকটি মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর মিনিট ১৫ রেখে সামান্য গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলেই ত্বকে আসবে জেল্লা। নিয়মিত এ প্যাক ব্যবহার করলে তবেই ফল পাবেন।
এবি/টিএ