স্প্যানিশ সুপার কাপে মাদ্রিদ ডার্বিতে নিজের আচরণের জন্য রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস ও ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের কাছে ক্ষমা চেয়েছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে।
জেদ্দায় সেমি-ফাইনালে রিয়ালের মুখোমুখি হয় আতলেতিকো। ২-১ গোলে হেরে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। সিমেওনে মেনে নিয়েছেন, সেই ম্যাচে তার আচরণ সঠিক ছিল না।
মঙ্গলবার রাতে কোপা দেল রের ম্যাচে দেপোর্তিভো লা করুনিয়ার মুখোমুখি হবে আতলেতিকো। এর আগের দিন সংবাদ সম্মেলনে ভুল স্বীকার করে নিলেন সিমেওনে।
“তারা যে ঘটনা দেখেছেন, এর জন্য আমি ফ্লোরেন্তিনো ও ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চাইছি। নিজেকে ওই পরিস্থিতিতে নিয়ে যাওয়া আমার ভুল ছিল।যে দল জিতেছে, জয় তাদের প্রাপ্য ছিল।”
ম্যাচের ৮১তম মিনিটে ভিনিসিউসকে মাঠ থেকে তুলে নেওয়ার সময় তার সঙ্গে সিমেওনেকে বিবাদে জড়াতে দেখা যায়। তিনি সেদিন সীমা অতিক্রম করছিলেন কি না, জানতে চাইলে আর্জেন্টাইন কোচ উত্তর দিলেন ছোট্ট কথায়।
“আমি ক্ষমা চেয়েছি, কিন্তু মার্জনা চাইনি। এর বাইরে আর কিছু বলার নেই।”