ধর্ম নিরপেক্ষ দেশ হলেও একাধিকবার পদবীর জেরে ‘দেশদ্রোহী’ খোঁটা খেতে হয়েছে। শুধু তাই নয়, ভারতীয় সিনেমায় তাঁর অবদান ভুলে নেটপাড়াতেও বারবার দাবি করা হয়েছে, ‘পাকিস্তানে চলে যান।’ তৎসত্ত্বেও একাধিকবার আন্তর্জাতিক ময়দানে গর্বের সঙ্গে ভারতীয় সংস্কৃতি তুলে ধরেছেন সলমন খান। কখনও সিনেমার মাধ্যমে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন তো কখনও বা আবার স্বেচ্ছাসেবী সংস্থা খুলে দুস্থদের সাহায্য করে বুঝিয়ে দিয়েছেন যে, তিনি আদতে মানবতার ধর্মে বিশ্বাসী। তাঁর বাড়িতে যেমন ঘটা করে গণেশ চতুর্থী, দিওয়ালি পালন হয়, তেমনই ঈদ উদযাপন হয়। ধর্ম নিয়ে কোনওদিনই ছুঁৎমার্গে ভোগেন না ভাইজান। এবার সোনায় মোড়া রুদ্রাক্ষের মালা ‘চকচক’ করে উঠল সালমানের গলায়!
সম্প্রতি শখের পোষ্যের সঙ্গে একটি আদুরে ছবি ভাগ করে নিয়েছিলেন বলিউড সুপারস্টার। যেখানে হাঁটু মুড়ে বসে সেই সারমেয়র গায়ে স্নেহের পরশ বুলিয়ে দিতে দেখা যায় ভাইজানকে। তবে সেই ফ্রেম আপাতত লাইমলাইটে ভিন্ন কারণে। নেটপাড়ার নজরে সালমানের সোনার মালা। যা নিয়ে আপাতত দ্বিখণ্ডিত নেটভুবন।
একাংশের দাবি, ভাইজানের গলায় যে গয়না দেখা যাচ্ছে, সেটা নাকি রুদ্রাক্ষ দিয়ে তৈরি। যদিও সেই ত্বত্ত্ব উড়িয়ে দিয়ে সোশাল পাড়ার একাংশ আবার দাবি করেছে, জ্যোতিষের পরামর্শেই এহেন ‘কণ্ঠী’ উঠেছে সুপারস্টারের গলায়। তবে এই ‘রুদ্রাক্ষ ত্বত্ত্ব’ যেমনই হোক না কেন, আপাতত নেটভুবনে চর্চার শিরোনামে সলমনের গলার মালা। অনুরাগীরাও শিবশক্তির কথা উল্লেখ করে মন্তব্য বাক্সে ‘হর হর মহাদেব’ মন্ত্র আউড়েছেন। কেউ বা আবার বলছেন, ‘সনাতনীর শক্তি এমনই ম্যাজিক্যাল।’
আরআই/টিকে