বিদায়ী বছর ২০২৫-এ দেশে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৮ শিশু ও কিশোর নিহত হয়েছে, যাদের বয়স ১ মাস থেকে ১৭ বছর। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেক্ট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে রোড সেফটি ফাউন্ডেশনের তৈরি এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সংগঠনটি তাদের এই প্রতিবেদন গণমাধ্যমে পাঠায়।
প্রতিবেদনে দেখা যায়- বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক বা হেলপার হিসেবে নিহত হয়েছে ৫৩৭ শিশু (৫৩.২৭%)। আর পথচারী হিসেবে বিভিন্ন যানবাহনের চাপা বা ধাক্কায় নিহত হয়েছে ৪৭১ শিশু (৪৬.৭২%)।
শিশু নিহত হওয়া সড়কের ধরন বিশ্লেষণে দেখা যায়, মহাসড়কে ২৮১ শিশু (২৭.৮৭%), আঞ্চলিক সড়কে ৩৬৪ শিশু (৩৬.১১%), গ্রামীণ সড়কে ২৯১ শিশু (২৮.৮৬%) এবং শহরের সড়কে ৭২ শিশু (৭.১৪%) নিহত হয়েছে।
বয়সের হিসাবে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ৫ বছর বয়সি শিশু নিহত হয়েছে ১৭৯ জন (১৭.৭৫%), ৬ বছর থেকে ১২ বছর বয়সি শিশু নিহত হয়েছে ৩৮২ জন (৩৭.৮৯%) এবং ১৩ বছর থেকে ১৭ বছর বয়সি শিশু নিহত হয়েছে ৪৪৭ জন (৪৪.৩৪%)।
সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর হার বৃদ্ধির কারণ হিসেবে দেশের সড়ক ও সড়ক পরিবহণ শিশুবান্ধব না হওয়া, সড়ক ব্যবহার সম্পর্কে শিশুদের মধ্যে সচেতনতার অভাব, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক ব্যবহার সম্পর্কে পরামর্শ ও প্রশিক্ষণ না দেওয়া, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালক কর্তৃক যানবাহন চালানো, দুর্ঘটনায় আহত শিশুদের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার সংকট, আহত শিশুদের চিকিৎসায় পরিবারের আর্থিক অসচ্ছলতা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
টিজে/টিকে