নওগাঁয় পবিত্র রমজান মাসে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তি মোড়ে মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে নওগাঁ জেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ সভাপতিত্ব করেন ইউনূস আলী। এ সময় বক্তব্য রাখেন মামুনুর রশীদ, আতিকুর রহমান সুমন, আবু সোহাইব প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যার শতকরা ৯৮ শতাংশ জনগণ হচ্ছেন মুসলমান। পবিত্র রমজান মাসে ছুটি পাওয়া মুসলিম শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার। রাষ্ট্র অবশ্যই জনগণের অধিকার পূরণ করতে বাধ্য। তাই পবিত্র রমজান মাসে দেশের সকল প্রতিষ্ঠান বন্ধ রাখাতে হবে এবং শিক্ষার্থীদের রোজা রাখার সুযোগ দিতে হবে।
তারা রমজান মাসে দ্রব্যের দাম বৃদ্ধি না করা জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং অবিলম্বে পবিত্র রমজানে ক্লাস বন্ধ করে ছুটি ঘোষণার দাবি জানান। নইলে দেশব্যাপী ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন।