মেঘনা নদী থেকে অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। গত সোমবার দিবাগত রাতে বরিশাল অঞ্চলের ভোলা জেলার মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল এই উদ্ধার অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নৌ পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।
নৌ পুলিশ জানায়, স্থানীয় তুলাতলী ঘাট সংলগ্ন নৌ এলাকা থেকে চার অপহৃত জেলেকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অপহরণের তথ্য পাওয়ার পর মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) সনাতন চন্দ্র সরকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস এম নাজমুল হকের সার্বিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লার একটি নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ভিকটিমদের উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেরা হলেন- মো. মহিউদ্দিন মাতব্বর (৪০), মো. সবুজ (২২), মো. বজলু মাঝি (৩৮) মো. শরীফ (৩০)। তারা চারজনই ভোলা জেলার বোরহানউদ্দিন থানার বিভিন্ন এলাকার স্থানীয় জেলে।
নৌ পুলিশ জানায়, ১১ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের মেঘনা নদীতে মাছ ধরার সময় কতিপয় জলদস্যু চার জেলেকে অপহরণ করে এবং মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান শুরু করে।
উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস এম নাজমুল হক জানান, ‘নৌ-পথে অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তায় নৌ পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।’
এবি/টিএ