আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) চারজন নভোচারীর একটি দলকে নির্ধারিত সময়ের আগেই নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে এনেছে নাসা। এক নভোচারীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দেওয়ায় তাদের ফিরিয়ে আনা হয়। আইএসএসের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো।
বৃহস্পতিবার ভোরে আইএসএসের চার নভোচারীকে নিয়ে স্পেসএক্সের ক্যাপসুল এন্ডেভার ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে।
স্বাস্থ্যগত জরুরি অবস্থার কারণে এই প্রথমবারের মতো আইএসএস ক্রুদের মিশন সংক্ষিপ্ত করতে বাধ্য হলো নাসা। এর ফলে নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই চার নভোচারী ফিরে এলেন।
কোন ক্রু সদস্যের স্বাস্থ্যগত সমস্যা হয়েছে কিংবা সমস্যার প্রকৃতি তা প্রকাশ করেনি নাসা নাসার প্রধান স্বাস্থ্য ও চিকিৎসা কর্মকর্তা জেমস পোল্ক বলেন, অপারেশন চলাকালীন কোনও আঘাতের কারণে এই সমস্যা হয়নি।
আইকে/টিএ