চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৩টি স্বর্ণের বারসহ মাহাবুল হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি দল জীবননগর উপজেলার যাকা মোল্লার ইটভাটার পূর্ব পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে তিনটি স্বর্ণের বারসহ মাহাবুল হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মোটরসাইকেল আরোহী মাহাবুল হোসেনকে থামিয়ে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৫ লাখ ৯৩ হাজার টাকা। অভিযানে ৩টি স্বর্ণের বার, ১টি লিভো ১২৫ সিসি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত স্বর্ণ অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নেয়া হচ্ছিল। আটক মাহাবুল হোসেন ও জব্দকৃত মালামালসহ তার বিরুদ্ধে মামলা দায়ের করে জীবননগর থানায় হস্তান্তর করা হবে।
এমকে/এসএন