ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন

ইরানের সার্বভৌমত্বের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন এবং আন্তর্জাতিক মঞ্চে দেশটির জাতীয় নিরাপত্তা রক্ষায় পাশে থাকার অঙ্গীকার করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইরান-চীনের ২৫ বছরের সহযোগিতা চুক্তির কথাও বিশেষভাবে উল্লেখ করেন।

দুই পক্ষই ইরান ও চীনের মধ্যে শক্তিশালী সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহের কথা জানায়।
Play
আলোচনায় আরাগচি ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদ বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর হস্তক্ষেপে সহিংসতায় রূপ নিয়েছে।

তিনি বলেন, ‘ইরান তার নাগরিকদের সন্ত্রাসবাদ থেকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসন সমর্থিত গোষ্ঠীগুলোও রয়েছে।’

আরাগচি সন্ত্রাসবাদ ও ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে চীনের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন।

ওয়াং ই বলেন, চীন সবসময়ই ইরানের সার্বভৌমত্ব এবং সন্ত্রাসবাদ ও বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা রক্ষার অধিকারকে সমর্থন করে এসেছে। তিনি জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক ফোরামে ইরানের ন্যায্য অবস্থানের পক্ষে চীন আগামীতেও কথা বলবে।

আলোচনায় আরাগচি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক নীতির তীব্র সমালোচনা করে ইরানের ওপর অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে ধরেন।

তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষমতার অপব্যবহারের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্র শুল্ক ও নিষেধাজ্ঞাসহ অর্থনৈতিক হাতিয়ার ব্যবহার করে ইরান ও চীনের মতো উন্নয়নশীল দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে।’

তিনি এমন চাপ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

ওয়াং ই এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে আন্তর্জাতিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘বিশ্বকে এমন যুগে ফিরে যাওয়া উচিত নয়, যেখানে শক্তি প্রদর্শন মানেই বলপ্রয়োগ। রাষ্ট্রগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং অন্যের অধিকার সম্মান করতে হবে।’

তিনি সার্বভৌমত্ব ও রাষ্ট্রসমতার ভিত্তিতে বৈশ্বিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে দুই মন্ত্রী পশ্চিম এশিয়ার সামগ্রিক ভূরাজনৈতিক চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন। আরাগচি সতর্ক করে বলেন, নতুন কোনো বিদেশি দুঃসাহসিক পদক্ষেপ অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

ওয়াং ই ইরানের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ইরান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এদিকে সংশ্লিষ্ট আরেকটি ঘটনায় আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও ইরান ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক প্রতিবাদ শুরু হয়েছিল অর্থনৈতিক ও সামাজিক অসন্তোষ থেকে, তবে পরে ইসরায়েলের শাসনের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে তা উসকে দেওয়া হয়েছে।

তিনি আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ঐক্য ও সচেতনতার ওপর ভর করে ইরান যে কোনো বিদেশি হুমকির বিরুদ্ধে তার ভৌগোলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করবে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান অঞ্চলের বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কূটনৈতিক পথ ও আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

উভয় মন্ত্রী শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় নিয়মিত পরামর্শ ও যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে একমত হন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে ইরান-সৌদি সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার ব্যক্ত করেন।

সূত্র: প্রেস টিভি

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
গণভোটের সমালোচনাকারীদের জানার পরিধি কম: প্রেস সচিব Jan 16, 2026
img
মাস্কের এক্সএআই-এর বিরুদ্ধে মামলা করলেন তার সন্তানের মা Jan 16, 2026
img
অভিনয় নয়, ব্যবসায়ে মনোযোগী অমিতাভ বচ্চনের নাতনি Jan 16, 2026
img
তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বৈঠক Jan 16, 2026
img
২০২৬-এ বলিউডে ঝড় তুলতে আসছে সাই পল্লবীর ‘রামায়ণ’ ও ‘এক দিন’ Jan 16, 2026
img
আনুষ্ঠানিকভাবে ঘোষণা, ‘কাবিল ২-তে’ ফিরছে হৃত্বিক রোশন! Jan 16, 2026
img
‘ফিফায় গণতন্ত্র নেই, ইনফান্তিনো এখন স্বৈরাচারী হয়ে উঠেছেন’ Jan 16, 2026
img
চুয়েটের ভর্তি পরীক্ষা শনিবার Jan 16, 2026
img
বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও নিরাপত্তা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ প্রকাশ Jan 16, 2026
img
হায়দ্রাবাদে নতুন অফিসে ‘পুষ্পা ৩’ এর কার্যক্রম শুরু Jan 16, 2026
img
গাজায় ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা ট্রাম্পের Jan 16, 2026
img
চট্টগ্রামের ১৬ আসন : ১১ দলীয় জোটের কে কোন আসন পেলেন? Jan 16, 2026
img
রজনীকান্তের প্রতি হৃদয়ছোঁয়া শ্রদ্ধা প্রকাশ বিজয় সেতুপতির Jan 16, 2026
img
শাকসু নির্বাচনে ইসির সবুজ সংকেত Jan 16, 2026
img
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড Jan 16, 2026
img
আল্লু অর্জুনের ছবিতে যশের চমক! Jan 16, 2026
img
রাজধানীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১ Jan 16, 2026
img
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট Jan 16, 2026
img
অবশেষে মুখ খুললেন রাফসানের প্রাক্তন স্ত্রী এশা Jan 16, 2026
img
নতুন বছরের প্রথম ২ সপ্তাহে রেমিট্যান্স এসেছে ১৭০ কোটি ৩০ লাখ ডলার Jan 16, 2026