ইউরোপে পরমাণু হামলার সময়সীমা নিয়ে পুতিনের সাবেক উপদেষ্টার মন্তব্য

ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই নানা সময়ে ইউরোপের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন রুশ নেতারা। এবার পরমাণু অস্ত্র ব্যবহারের জোর সম্ভাবনার কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক উপদেষ্টা সের্গেই কারাগানভ। শুধু তাই নয়, পরমাণু অস্ত্র ব্যবহারের যথাযথ সময়ের কথাও জানিয়েছেন তিনি। দ্য হিল।

সের্গেই কারাগানভ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনেরও একজন মিত্র ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের ‘দ্য টাকার কার্লসন শো’-তে এক সাক্ষাৎকারে ইউরোপের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে কথা বলেন।

পরমাণু অস্ত্র ব্যবহারের সময়ের কথা বলতে গিয়ে কারাগানভ বলেন, ইউক্রেনের সাথে চলমান যুদ্ধে রাশিয়া যদি কখনও পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছায়, তাহলে দেশটি ইউরোপের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

তার ভাষায়, ‘রাশিয়ার পরাজয় কী? যদি রাশিয়া কখনও পরাজয়ের কাছাকাছি চলে আসে, তাহলে এর অর্থ হবে যে রাশিয়া এখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এবং ইউরোপ কাঠামোগতকভাবে শেষ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘তাই আমি বলতে চাইছি, এটা সম্পর্কে চিন্তা করাও অসম্ভব। তবে তারা কথা বলছে কারণ তাদের ক্ষমতায় থাকার জন্য, নিজেদের অস্তিত্বকে যুক্তিসঙ্গত করার জন্য তাদের একটা যুদ্ধের প্রয়োজন।’

কারাগানভ বর্তমানে পুতিনের প্রশাসনের সংশ্লিষ্ট রাশিয়ার কাউন্সিল ফর ফরেন অ্যান্ড ডিফেন্স পলিসির প্রধান হিসেবে কাজ করছেন। তিনি বলেন, রাশিয়ার পরাজয় হবে এমন ভাবনা আসলে ‘কল্পনাপ্রসূত বিভ্রম’ এবং এই ধরনের মন্তব্য ইউরোপীয় নেতাদের ‘বুদ্ধিবৃত্তিক অক্ষমতার’ কারণে বের হয়।

কারাগানভ সাক্ষাৎকারে বলেন, ‘বিশ্বের সবাই এখন ইউরোপকে নিয়ে হাসে, যা আগে বিশ্বশক্তির অন্যতম কেন্দ্র ছিল। তারা এখন একটা রসিকতায় পরিণত হয়েছে। এবং অবশ্যই, আমি সমস্ত ইউরোপের কথা বলছি না। আমরা জানি যে শালীন ইউরোপীয়রা আছে। বুদ্ধিমান ইউরোপীয়রাও আছে।’

কারাগানভ রুশ সরকারের ইউরোপের প্রতি ‘অতিরিক্ত ধৈর্যশীল’ থাকার সমালোচনাও করেছেন। তিনি বলেন, ‘আজ হোক কাল হোক, যদি অসংখ্য ইউক্রেনীয় এবং অন্যান্যদের বলি দিয়ে তারা এই যুদ্ধকে সমর্থন অব্যাহত রাখে, তাহলে আমাদের তাদের কঠোর শাস্তি দিতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গত বুধবার রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেন যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে শান্তি চুক্তির গতি কমিয়ে দিচ্ছেন। তিনি আরও বলেন যেখানে রাশিয়া ‘চুক্তি করতে প্রস্তুত’ সেখানে চুক্তি আটকে রেখেছেন জেলেনস্কি। ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টা পরই টাকার কার্লসনকে সাক্ষাৎকার দেন কারাগানভ।


কারাগানভ বলেন, ‘মানবতার মানচিত্র থেকে ইউরোপকে মুছে ফেলা উচিত। ভূ-রাজনৈতিক ও ভূ-কৌশলগত এজেন্ডা থেকে এটাকে বাদ দেয়া উচিত, কারণ এটি একটি অর্থহীন কাজ।’ তিনি আরও বলেন, ‘এই বোকারা শারীরিক যন্ত্রণা ছাড়া আর কিছুই বোঝে না। আজ হোক কাল হোক, আমাদের আরও উচ্চতর স্তরের উত্তেজনার দিকে এগিয়ে যেতে হবে। আমাদের আক্রমণ করতে হবে - প্রথমে প্রচলিত অস্ত্র দিয়ে, তারপর পারমাণবিক অস্ত্র দিয়ে।’

তার কথায়, ‘আমি মনে করি পুতিন বিশ্বাস করেন (এবং আমিও তাই বিশ্বাস করি) যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার একটি পাপ। কিন্তু সম্ভবত মানবতাকে বাঁচানোর জন্য এটি একটি প্রয়োজনীয় পাপ। আমি ইউরোপের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের সীমিত ব্যবহারের আহ্বান জানাই। অন্যথায়, বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঝুঁকে পড়বে।’ 

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
হাসপাতালে সৌদি বাদশা সালমান Jan 16, 2026
img
নেতানিয়াহুর সঙ্গে ছবি তুলতেও এখন আর কেউ আগ্রহী নন: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী Jan 16, 2026
img
অনলাইনে গুজব-অপপ্রচার রোধে নানা উদ্যোগ নিয়েছে সরকার: ফয়েজ আহমদ Jan 16, 2026
img
হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে প্রেম, টালিউডে গুঞ্জন, সত্যিটা জানালেন অভিনেতা Jan 16, 2026
img
৭ম দিনে ৪৩ জনের আপিল মঞ্জুর, নামঞ্জুর ১৮ Jan 16, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান হাসনাত আব্দুল্লাহর Jan 16, 2026
img
স্থানীয় নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা জামায়াতে ইসলামীর Jan 16, 2026
img
বিপিএলে শীর্ষে ফেরার লক্ষ্য নিয়ে সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে রাজশাহী Jan 16, 2026
img
জয় নিয়ে প্রস্তুতি সম্পন্ন করল বাংলাদেশের মেয়েরা Jan 16, 2026
img
ইসলামী আন্দোলন বাংলাদেশের অভিযোগের পরিপ্রেক্ষিতে জামায়াতের প্রতিক্রিয়া Jan 16, 2026
img
ফাউলের জন্য ফুটবলে রাগবির ‘সিন-বিন’ পদ্ধতি চালুর পক্ষে এনরিকে Jan 16, 2026
img
বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ নজরুল Jan 16, 2026
img
সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া: মাহফুজ আনাম Jan 16, 2026
img

ইসলামী আন্দোলনের অভিযোগ

জামায়াত আমিরের ‘একটি কথা’ চরমোনাই পীরের আত্মসম্মানে লেগেছে! Jan 16, 2026
img

ওসমান হাদির স্ত্রীর দাবি

'জাগতিক সকল চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে ওসমান হাদি হত্যার ন্যায় বিচার' Jan 16, 2026
img
নোয়াখালী যাচ্ছেন তারেক রহমান Jan 16, 2026
img
গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে ট্রাম্পের হুমকি-ধামকির মধ্যেই পৌঁছালো ইউরোপীয় সেনা Jan 16, 2026
img
আরও ২ মাস ইন্টারনেট বন্ধ রাখার পরিকল্পনা ইরানের! Jan 16, 2026
img
বাবাকে প্রশ্নের ছবি পাঠিয়ে উত্তর জানার চেষ্টায় পরীক্ষার্থী আটক Jan 16, 2026
img
ময়মনসিংহে স্বাস্থ্য কর্মকর্তা ও এনসিপি নেতার পাল্টাপাল্টি মামলা Jan 16, 2026