ইতিহাসে প্রথমবারের মতো চিকিৎসাজনিত কারণে আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) মিশন নির্ধারিত সময়ের এক মাসেরও বেশি আগে শেষ করল মার্কিন মহাকাশ সংস্থা নাসা।
গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) একজন অসুস্থ নভোচারী ও তার তিন সহকর্মী পৃথিবীতে ফিরে এসেছে। তাদের বহনকারী স্পেসএক্স ক্যাপসুল প্রশান্ত মহাসাগরে সান ডিয়েগোর কাছে সফলভাবে অবতরণ করে।
আইএসএস ত্যাগের মাত্র ১১ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই স্প্ল্যাশডাউন সম্পন্ন হয়। পৃথিবীতে পা রাখার পর নভোচারীদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতভর চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকেন তারা।
স্প্ল্যাশডাউনের পর নাসার নতুন প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেন, ‘একটি গুরুতর চিকিৎসাজনিত পরিস্থিতি তৈরি হওয়ায় আমরা এই সিদ্ধান্ত (আগাম প্রত্যাবর্তন) নিয়েছি। অসুস্থ নভোচারী বর্তমানে ভালো আছেন, তার মনোবলও ভালো। এখন প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে তার।’
নাসা চার নভোচারীকে ফিরিয়ে আনায় এখন আইএসএস-এ মাত্র একজন মার্কিন ও দুইজন রুশ নভোচারী রয়ে গেছেন। নাসা ও স্পেসএক্স জানিয়েছে, তারা চার সদস্যের নতুন একটি নভোচারী দলকে দ্রুত আইএসএস-এ পাঠাবে। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন দলটি মহাকাশযাত্রা শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।
পৃথিবীতে ফিরে আসা নভোচারীরা হলেন, নাসার জেনা কার্ডম্যান ও মাইক ফিনকে, জাপানের কিমিয়া ইউই এবং রাশিয়ার ওলেগ প্লাটোনভ। তবে চিকিৎসা-সংক্রান্ত গোপনীয়তার কথা উল্লেখ করে অসুস্থ নভোচারীর পরিচয় নিশ্চিত করা হয়নি।
যদিও কক্ষপথে অবস্থানকালে নভোচারীর অবস্থা স্থিতিশীল ছিল, তবু যথাযথ চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য যত দ্রুত সম্ভব তাকে পৃথিবীতে ফিরিয়ে আনতে চেয়েছিল নাসা। কর্মকর্তারা জানান, প্রবেশ ও স্প্ল্যাশডাউনের সময় কোনো বিশেষ পরিবর্তন বা অতিরিক্ত ব্যবস্থার প্রয়োজন হয়নি।
স্প্ল্যাশডাউনের এক ঘণ্টার মধ্যে একে একে নভোচারীরা ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন। এ সময় তারা ক্যামেরার দিকে হাত নাড়েন। হিউস্টনের মিশন কন্ট্রোল থেকে ক্রুদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন আইজ্যাকম্যান।
সূত্র: সায়েন্স অ্যালার্ট
আরআই/টিকে