জাপানের রাজনৈতিক অঙ্গনে বিরল এক ঘটনায় ক্ষমা চাইতে হয়েছে ইয়োকোহামার মেয়র তাকেহারু ইয়ামানাকাকে। সহকর্মীদের ‘মানব আবর্জনা’বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
এক সংবাদ সম্মেলনে শহরের মানবসম্পদ বিভাগের প্রধান জুন কুবোতা অভিযোগ করেন, মেয়র ইয়ামানাকা তাকে ও অন্যান্য কর্মকর্তাকে 'বোকা','অকার্যকর' এবং 'মানব আবর্জন'সহ বিভিন্ন অবমাননাকর শব্দ ব্যবহার করে অপমান করেছেন।
জাপানে কর্মরত কোনো শীর্ষ সিটি কর্মকর্তা প্রকাশ্যে বসে দায়িত্বপ্রাপ্ত মেয়রের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা অত্যন্ত বিরল ঘটনা।
অভিযোগে আরও বলা হয়, মেয়র সহকর্মীদের বাহ্যিক চেহারা নিয়ে কটূক্তি করেছেন, এমনকি পশুর সঙ্গে তুলনা করেছেন।
এই মন্তব্যগুলো কর্মক্ষেত্রে হয়রানির শামিল বলে দাবি করেন কুবোতা। তিনি মেয়রের কাছে প্রকাশ্যে ক্ষমা এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
প্রথমে নিজের ব্যক্তিগত ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে সব অভিযোগ অস্বীকার করেন মেয়র ইয়ামানাকা। তবে শুক্রবার তিনি কিছু মন্তব্যের কথা স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চান।
ইয়ামানাকা বলেন, 'আমি আন্তরিকভাবে দুঃখিত। এসব মন্তব্যের মাধ্যমে মানবসম্পদ পরিচালকের ওপর মানসিক চাপ সৃষ্টি করেছি।'
তিনি জানান, এসব মন্তব্য কর্মীদের মূল্যায়ন সংক্রান্ত আলোচনার সময় করা হয়েছিল। তবে সহকর্মীদের চেহারা নিয়ে কটূক্তির অভিযোগ অস্বীকার করেন তিনি।
মেয়র জানান, উপ-মেয়রের তত্ত্বাবধানে বিষয়টি তদন্তের কথা বিবেচনা করা হচ্ছে এবং তদন্ত হলে তিনি পূর্ণ সহযোগিতা করবেন।
তবে অভিযোগকারী কর্মকর্তা জুন কুবোতা বলেন,'মেয়র যা স্বীকার করেননি, সেসব কথাও তিনি বলেছেন। এই ক্ষমা আমি গ্রহণ করতে পারছি না।'
এসকে/টিকে