নেত্রকোনায় আরও পাঁচ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

নেত্রকোনায় দেশে আসা আরও পাঁচ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে রাখা পাঁচ জন জর্ডান, মালয়েশিয়া, ওমান, বাহরাইন ও সিঙ্গাপুর প্রবাসী। এর আগে চীন ও ইতালি ফেরত চার প্রবাসীকেও হোম কোয়ারেন্টাইন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম বলেন, পূর্বধলার ২ জন, মদনের ২ জন ও সিঙ্গাপুর প্রবাসী একজন বুধবার সকালে দেশে আসলে তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা তাদের সার্বক্ষণিক নজরদারি করছেন।

তিনি আর ও জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা সবাই ভালো ও সুস্থ আছেন। এছাড়াও জেলা সদরের আধুনিক হাসপাতালসহ বাকি ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুতিমূলক মোট ৫০টি শয্যা আইসোলেশনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে নেত্রকোনায় ইতালি ফেরত দুর্গাপুরে ১ জন, সদর উপজেলায় ২ জন এবং কলমাকান্দায় চীন ফেরত ১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

 

টাইমস/আরএ/এইচইউ

Share this news on:

সর্বশেষ