ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আধাঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার বিকাল ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠতলায় শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সানোয়ার হোসেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক জাকিউল ইসলাম বলেন, “কীভাবে আগুন লেগেছে তা এখনো উদঘাটন হয়নি। তবে সকলের চেষ্টায় আমরা রক্ষা পেয়েছি। রোগী ও তাদের স্বজনদের ইমারজেন্সি রুমের সামনে দিয়ে নিরাপদে বের করা হয়।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, বিকাল ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। এতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে।
তবে আগুন লাগার কারণ তদন্তের আগে বলা যাচ্ছে না বলে জানান তিনি।
আরআই/টিকে