ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত একটি কনসার্টে আগত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সিগারেট বিতরণের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাঙ্গনে প্রকাশ্যে এভাবে তামাকজাত পণ্য বিতরণের ঘটনায় ক্যাম্পাস জুড়ে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি) ডাকসুর উদ্যোগে আয়োজিত কনসার্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে সিগারেটের প্যাকেট তুলে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, কনসার্ট চলাকালীন আয়োজকদের পক্ষ থেকে বা স্পন্সর কোম্পানির প্রতিনিধিদের মাধ্যমে এই বিতরণ কার্যক্রম চালানো হয়। বিশ্ববিদ্যালয়ের মতো একটি পবিত্র স্থানে যেখানে ধূমপান ও মাদককে নিরুৎসাহিত করা হয়, সেখানে খোদ ছাত্র সংসদের আয়োজনে এমন ঘটনায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম এবং ক্যাম্পাসে সমালোচনার ঝড় ওঠে। সাধারণ শিক্ষার্থীদের মতে, ছাত্র সংসদের কাজ হলো শিক্ষার্থীদের অধিকার আদায় ও সুস্থ সংস্কৃতির চর্চা করা। সেখানে তামাকজাত পণ্যের প্রচার বা প্রসার ঘটানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। স্বাস্থ্যঝুঁকি ও ক্যাম্পাসের পরিবেশের কথা বিবেচনা না করে এমন আয়োজনের অনুমতি কীভাবে দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ডাকসুর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও, ঘটনার তদন্ত ও সঠিক ব্যাখ্যার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করতে পারে। ভবিষ্যতে ক্যাম্পাসের অভ্যন্তরে যেকোনো অনুষ্ঠানে স্পন্সর নির্বাচনের ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
কেএন/টিকে