গাজার জন্য গঠিত 'বোর্ড অব পিস'এ যোগ দেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার (১৮ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে 'বোর্ড অব পিস অন গাজা'-তে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, 'পাকিস্তান গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করতে এবং জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।' তবে পাকিস্তানের অংশগ্রহণের সময়সীমা বা পরিধি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই 'বোর্ড অব পিস' গঠনের ঘোষণা দেওয়া হয়। গাজায় ইসরায়েলের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা এবং অঞ্চলটি পুনর্গঠনে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে এই বোর্ড অপরিহার্য ভূমিকা পালন করবে।
পাশাপাশি কৌশলগত তদারকি, আন্তর্জাতিক সম্পদ সংগ্রহ এবং গাজার সংঘাত থেকে শান্তি ও উন্নয়নের পথে যাত্রায় জবাবদিহিতা নিশ্চিত করাও হবে এই বোর্ডের কাজ।
এছাড়াও, ট্রাম্পের 'কম্প্রিহেনসিভ প্ল্যান টু এন্ড দ্য গাজা কনফ্লিক্ট' এর দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র 'গাজা প্রশাসনের জন্য জাতীয় কমিটি' গঠন করেছে। পাশাপাশি একটি প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড এবং গাজা নির্বাহী বোর্ডও গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদেরও এই গাজা বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমআর/টিএ