নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। এর আগে, শনিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. মনির হোসেন। তিনি বন্দর থানার নবীগঞ্জ (মোড়ের পূর্ব পাশে) এলাকার বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে ডিবির একটি দল বন্দর থানার নবীগঞ্জ এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে হাজী মোসলেহ উদ্দিন মার্কেটের ‘মেসার্স মিজানুর রহমান এন্টারপ্রাইজ’ নামের এক দোকানের সামনে রাস্তার ওপর সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি নিজের নাম মো. মনির হোসেন বলে স্বীকার করেন। পরে তাকে তল্লাশি করে মোট ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তার মনির হোসেনের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
এমআর/টিএ