জবাবদিহিতামূলক নেতৃত্ব চাইলে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিন : রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করা এবং সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে ১২টি গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করা হয়েছে। এসব বিষয়ে মতামত জানাতে চারটি প্রশ্নের মাধ্যমে ভোটারদের হাতে গোলাপি রঙের ব্যালট পেপার দেয়া হবে। প্রকৃত অর্থে যদি জবাবদিহিতামূলক প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব চান, তবে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটে সিল দেয়ার আহ্বান জানান তিনি।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। জেলা প্রশাসনের আয়োজনে সভার আগে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

নির্বাচন সামনে রেখে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যত বাধাই আসুক না কেন, জনগণকে ভোটকেন্দ্রে যেতে হবে। সরকার সব ধরনের বাধা মোকাবিলায় প্রস্তুত। সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এ দেশের জনগণ ও ভোটাররা।

তিনি আরও বলেন, ছয়টি সংস্কার কমিশন সরাসরি ভোটাধিকার, ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে কাজ করছে। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে তারা সুনির্দিষ্ট সুপারিশমালা প্রণয়ন করেছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধু অন্তর্বর্তী সরকারের নয়, জনগণের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতন ভূমিকাও এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোট একটি শক্তিশালী মাধ্যম। ভোটারদের সঠিক তথ্য দিয়ে উদ্বুদ্ধ করার মাধ্যমে একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে যেন সবাই নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সরকার আশ্বাস দিতে চায়।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, গত ৫৩ বছর ধরে দেশের মানুষের একটি বড় অংশ নিজেকে বঞ্চিত মনে করেছে। তারা সুশাসনের অভাব অনুভব করেছে এবং মনে করেছে, নেতারা জনগণের কাছে জবাবদিহি করে না। প্রশাসনের কাছে ন্যায়বিচার পাওয়া যায় না, কঠোর পরিশ্রম করেও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলে না এমন বোধ দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে কাজ করেছে।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর।

উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দেশব্যাপী এই গণভোট প্রচারণামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
এবার নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী Jan 19, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 19, 2026
জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন বিভাগ করতে চায় বিএনপি Jan 19, 2026
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ হবে Jan 19, 2026
img
অল্লু অর্জুনের পোস্টে কোভিড চলচ্চিত্র ‘পুষ্পা’ থেকে AA22×A6 ক্যালেন্ডার প্রকাশ Jan 19, 2026
হঠাৎ কেন ২০১৬ সালের ছবি শেয়ার করছেন তারকারা? Jan 19, 2026
পাকিস্তান নিজের স্বার্থে বাংলাদেশের পক্ষ নিয়েছে: টাইগার শোয়েব Jan 19, 2026
img
‘ডন ৩’এর পরিচালনায় থাকছেন না অ্যাটলি কুমার! Jan 19, 2026
img
‘১ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে হবে’ Jan 19, 2026
img
পাকিস্তানে শপিং মলে অগ্নিকাণ্ডে প্রাণ গেল অন্তত ৬ জনের Jan 19, 2026
img
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩ Jan 19, 2026
img
দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি Jan 19, 2026
img
আমার হাঁস চুরি হতে দিয়েন না: রুমিন ফারহানা Jan 19, 2026
img
প্রেসিডেন্ট হিসেবে ৪০ বছর পূর্ণ করার পথে মুসেভেনি, কোন পথে হাঁটছে উগান্ডা! Jan 19, 2026
img
ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী Jan 19, 2026
img
২০ হাজার বর্গমিটারের চীনা ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা, লন্ডনে বিক্ষোভ Jan 19, 2026
img
বিক্ষোভে উত্তাল মিনেসোটা, আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের Jan 19, 2026
img
ট্রাম্পের 'বোর্ড অব পিস' এ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত Jan 19, 2026
img
জবাবদিহিতামূলক নেতৃত্ব চাইলে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিন : রিজওয়ানা হাসান Jan 19, 2026
img
তারেক রহমানের গাড়িতে অজানা খাম,লাগালো কে? Jan 19, 2026