নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় অস্ত্র ও অবৈধ মাদকসহ এক কুখ্যাত ডাকাতকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ও উপ-পরিচালক মো. আব্দুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে ফতুল্লা থানাধীন গোদনাইল ঘাট হাজির মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলা দেশীয় অস্ত্র একটি চাপাতি ও কয়েকটি ইয়াবা ট্যাবলেটসহ মো. সাব্বির (৩৮) এবং তার দুই সহযোগী মেহেদী হাসান রবিন (২৫) ও মো. ইমন (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান রবিন মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ি থানার আড়িয়ল ইউনিয়নের ইসলাম পাড়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ফতুল্লার গোদারাঘাট হাজীর মাঠ এলাকায় বসবাস করছিলেন। অপর সহযোগী মো. ইমন ফতুল্লা থানাধীন মাসদাইর জামালের গ্যারেজ এলাকার বাসিন্দা।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত মো. সাব্বির ফতুল্লা থানাধীন মাসদাইর গোদনাইল ঘাট এলাকার স্বপন মিয়ার ছেলে। তিনি একজন চিহ্নিত ডাকাত ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
র্যাবের তথ্যমতে, সাব্বির ও তার সহযোগীরা ফতুল্লাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, চুরি, ছিনতাই এবং মাদক ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের দৌরাত্ম্যে এলাকাবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল।
নারায়ণগঞ্জ র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ও উপ-পরিচালক মো. আব্দুর রশিদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টিজে/টিএ