ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল রাখা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ মহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে আহতদের দেখতে হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।

আহতরা হলেন, শিবগঞ্জ মহব্বতপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মহেশপুর চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম আবু সাঈদ (৩২), ঐ এলাকার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল সরকার সাদ্দাম (৩০) এবং খোরশেদ আলীর স্ত্রী সেলিনা বেগম (৪৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সাঈদ জামায়াত সমর্থিত কর্মী।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বিকেলে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি, জামায়াতের শুরা সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে মহেপুর গ্রামে তার আত্মীয় আবু সাঈদের বাড়িতে যান। এ সময় কয়েকটি মোটরসাইকেল বাড়ির আশপাশে রাখা হয়। উঠান বৈঠক শেষে দেলাওয়ার হোসেন ঘটনাস্থল ত্যাগ করেন।

এরপর মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে আবু সাঈদের সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল সরকার সাদ্দাম ও আরেক কর্মী সেলিম রেজার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেলিম রেজার মা সেলিনা বেগম ঘটনাস্থলে গেলে তিনিও আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনজনই চিকিৎসাধীন রয়েছেন।

আহত শিক্ষক আবু সাঈদ বলেন, “আমার বাড়িতে দেলাওয়ার হোসেন আসেন। সেখানে তিনি একটু আলোচনা করে চলে যান। বাইরে কয়েকটি মোটরসাইকেল রাখা হয়েছিল। এতে স্বেচ্ছাসেবক দলের জামিন সরকার সাদ্দাম বাজেভাবে গালিগালাজ শুরু করেন। আমি বের হয়ে তাকে বলতে গেলে সে আমাকে বলে এটা বিএনপির এলাকা এখানে কোন জামায়াত কথা বলতে পারবে না। ভালোই ভালো চলে যায় না হলে পরিস্থিতি ভালো হবে না বলে আমার দিকে তেড়ে আসে সাদ্দাম ও সেলিম।”

“এক পর্যায়ে তারা আমাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। সঙ্গে তার মা সেলিনা বেগমও আমার গায়ে হাত তোলে।”

অন্যদিকে জামিল সরকার সাদ্দাম বলেন, “আমার বাড়ি পাশে জামায়াতের মিটিং ছিল। আমার এরিয়ার ভিতরে দেখি ৫০-৬০টি মোটরসাকেল ঢুকে পড়ছে। পরে আমি তাদের বলতে যাই যে আপনারা এখানে মোটরসাইকেলগুলো রাখিয়েন না যেহেতু আমরা সপরিবারে বিএনপি করি। আপনারা ঐ দিকে মিটিং করে চলে যান। তাো চলেও গেছে। যাতে কোন ঝামেলা না হয়।”

তিনি আরও বলেন, পরে “আবু সাঈদ এসে বলছে যে এটা কি তোমার জমি যে বাধা দিচ্ছো? পরে নানান ধরণের হুমকি-ধামকি দেয়া শুরু করল আমাকে। আবু সাঈদ ১৭ বছর ছিল আওয়ামীলীগ এখন জামায়াত। পরে আমাকে তারা মারধর করে এবং তার হাতে থাকা খুর দিয়ে আঘাত করে। এতে আমিও আমার ভাই সেলিম ও তার মা আহত হয়।”

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, “ঘটনাটি আমরা জানতে পেরেছি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তবে এঘটনায় বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে যোগাযোগ করা তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img

ট্রাম্পের হত্যার ইঙ্গিতের পর ইরানের হুঁশিয়ারি

খামেনির ওপর হামলা যুদ্ধ ঘোষণার সামিল হবে Jan 19, 2026
img
ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করল ইউরোপের ৮ দেশ Jan 19, 2026
img
সিরিয়া-এসডিএফ যুদ্ধবিরতি, ইউফ্রেটিসের পশ্চিম ছাড়ছে কুর্দি বাহিনী Jan 19, 2026
img
নির্বাচনী প্রচারণায় দলীয় প্রার্থীদের ৭ নির্দেশনা বিএনপির Jan 19, 2026
img
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল, সেরা সিনেমা ‘কুরাক’ Jan 19, 2026
img
জানুয়ারির ১৭ দিনে কোনো রেমিট্যান্স আসেনি দেশের ৮ ব্যাংকে Jan 19, 2026
img
ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না: হুঁশিয়ারি ডেনমার্কের প্রধানমন্ত্রীর Jan 19, 2026
img
অসুস্থ আরমান মালিক! হাসপাতাল থেকে কোন বার্তা দিলেন গায়ক? Jan 19, 2026
img
কিডনিতে পাথর হয়েছে কি না, বোঝার সহজ উপায় Jan 19, 2026
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন Jan 19, 2026
img
পর্দায় ফিরছে দেশু, কিন্তু বাস্তবে শুভশ্রীর মনে শুধু রাজ! Jan 19, 2026
img
ফেনী-৩: মৃত দাবি করা ভোটারকে হাজির করে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী Jan 19, 2026
img
হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ Jan 19, 2026
img
আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Jan 19, 2026
img
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১ Jan 19, 2026
img

নাটোর-৩

প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা, বিএনপির প্রার্থী আনুকে শোকজ Jan 19, 2026
img
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় জাতীয় পর্যায়ে অগ্রাধিকার জরুরি: মো. এজাজুল ইসলাম Jan 19, 2026
img
বিমান হামলা করে ইরানের শাসন পরিবর্তন সম্ভব নয় Jan 19, 2026
হঠাৎ কেন ২০১৬ সালের ছবি শেয়ার করছেন তারকারা Jan 19, 2026
img
১৯ জানুয়ারি: ইতিহাসে এই দিনের আলোচিত সব ঘটনা Jan 19, 2026