শরীয়তপুর সদর উপজেলায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার শৌলপাড়া ইউনিয়নের মনর খান উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।
জানা গেছে, অনুষ্ঠানে শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহম্মেদ আসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালুর হাত ধরে আ. লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।
আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন, শৌলপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আ. লীগের সাবেক সদস্য আ. মান্নান খান ভাসানী, সদর উপজেলা আ. লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ খান, শৌলপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শৌলপাড়া ইউনিয়ন আ. লীগের সাবেক নেতা ইদ্রিস খান এবং শৌলপাড়া ইউপি সদস্য আলমগীর বেপারী। তাদের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
ইউপি চেয়ারম্যান আ. মান্নান খান ভাসানী বলেন, “দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির বিকল্প নেই। আমরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে আজ বিএনপিতে শামিল হয়েছি।”
এসময় বিএনপির নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে দলে নেন এবং বিএনপি নেতারা বলেন, আজকের এই গণযোগদান প্রমাণ করে মানুষ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি চায়।
গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এই যোগদান জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী করবে।
পিএ/টিকে