টানা শীতের অনুষ্ঠানমঞ্চ আর ব্যস্ততার মাঝেই হঠাৎই ভক্তদের উদ্বেগ বাড়িয়ে দিলেন গায়ক আরমান মালিক। একের পর এক লাইভ শো, ভাই অমাল মালিকের সঙ্গে জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠানের ঘরে উপস্থিতি, সব মিলিয়ে চলছিল দম ফেলার ফুরসতহীন দিন। তার মধ্যেই আচমকা হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়ে নেটমাধ্যমে ছবি ভাগ করে নেন তিনি, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সর্বত্র।
ছবিতে দেখা যায় আরমানের হাতে স্যালাইন, গায়ে হাসপাতালের পোশাক। সেই দৃশ্য দেখেই উৎকণ্ঠায় পড়েন অনুরাগীরা। ছবির সঙ্গে তিনি লেখেন, গত কয়েক দিন মোটেও ভালো কাটেনি, তবে এখন তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন এবং আপাতত বিশ্রাম নিয়ে শরীরকে নতুন করে চাঙা করতে চান। তবে ঠিক কী অসুখে তিনি ভর্তি হয়েছেন, সে বিষয়ে মুখ খোলেননি গায়ক, ফলে প্রশ্ন থেকেই যায়।
ভক্তরা মন্তব্যের ঘরে একের পর এক জানতে চান, কী হয়েছে তাঁদের প্রিয় শিল্পীর। কিন্তু আরমান সরাসরি কোনও উত্তর দেননি। বরং আরেকটি বার্তায় তিনি জানান, নতুন বছরে যেসব বিষয়ে যত্ন নেওয়া জরুরি, সেগুলোর একটি তালিকা করে রাখা উচিত। সেই বার্তায় ধরা পড়ে নিজের স্বাস্থ্যের প্রতি বাড়তি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত।
বলিউডে আরমানের যাত্রাপথের শুরুতে বড় ভূমিকা ছিল সালমান খানের। দুই হাজার চৌদ্দ সালে সালমানের ছবি জয় হো-তে গান গেয়ে নজরে আসেন তিনি। শুধু সুযোগ দেওয়াই নয়, শরীরচর্চার দীক্ষাও দিয়েছিলেন সালমান। এক সাক্ষাৎকারে আরমান জানিয়েছিলেন, সেই সময় ভাইজানের পরামর্শে তিনি প্রায় দশ থেকে পনেরো কেজি ওজন কমিয়েছিলেন।
এখন ভক্তরা কেবল চাইছেন দ্রুত সুস্থ হয়ে আবার মঞ্চে ফিরুন আরমান। তাঁর কণ্ঠে ফের ভরে উঠুক কনসার্টের রাত, আর হাসপাতালের এই অধ্যায় যেন দ্রুতই শেষ হয়।
পিআর/টিকে