বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ সার মজুত আছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে রাশিয়া থেকে পাওয়া ৩০ হাজার মেট্রিক টন সার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
কৃষি উপদেষ্টা বলেন, ‘বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের কাছে ইউরিয়া ছাড়া অন্যান্য সারের মজুদ রয়েছে মোট ১০.৩৫ লাখ মেট্রিক টন। যা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ মজুত।’
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য ও সার সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, অস্থিতিশীল আন্তর্জাতিক বাজার ও বৈশ্বিক বিভিন্ন সংকট কৃষিখাতে অনুভূত হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
পিএ/টিকে