করোনা: সিলেটে ‘আইসোলেশনে’ থাকা নারীর মৃত্যু

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সম্প্রতি যুক্তরাজ্য থেকে সিলেটে ফেরেন।

রোববার সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোররাত চারটার দিকে হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় ৬১ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। প্রায় ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশির সঙ্গে শ্বাসকষ্টে ভোগার পর ২০ মার্চ ওই নারী এই হাসপাতালে ভর্তি হন। সিলেটের এ হাসপাতালেই কভিড-১৯ এর চিকিৎসার জন্য আইসোলেশন ইউনিট করা হয়েছে।

তিনি আরও জানান, ওই নারীর নমুনা সংগ্রহ করার জন্য রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধিদের সিলেটে আসার কথা ছিল। কিন্তু এর আগেই তার মৃত্যু হলো। এরপরও তার নমুনা সংগ্রহ করা হবে।

করোনা ভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ২৪ জন শনাক্ত হয়েছেন। এদের মধ্যে দুজন মারা গেছে বলে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।

করোনায় দেশে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪

 

টাইমস/এইচইউ

Share this news on: