কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গ লকডাউন

করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে এবার ভারতের পশ্চিমবঙ্গ লকডাউনের ঘোষণা করা হয়েছে। কলকাতাসহ পুরো রাজ্যই লকডাউনের আওতায় থাকবে। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানাচ্ছে, সোমবার বিকাল থেকে রাজ্যের পুরো অঞ্চলে জরুরি পরিষেবা বাদ দিয়ে বাকি সব কিছু বন্ধ থাকবে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ লকডাউন চলবে। এদিকে কলকাতাসহ অন্যান্য শহরগুলোয় লকডাউনের ঘোষণায় রাজ্যে আতঙ্ক আরও ছড়িয়ে গেছে।

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরামর্শ শেষে রোববার এ সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ সরকার। এর আগেই অবশ্য গোটা ভারতে জনতা কারফিউ জারি করে কেন্দ্র সরকার। রোববার ছুটির দিন হওয়ায় জনসমাগম রুখতে সরকার এই সিদ্ধান্ত নেয়।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: