চট্টগ্রামে র‍্যাবের ওপর হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এক অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন র‍্যাবের সদস্যরা। এই ঘটনায় এক র‍্যাব সদস্য গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থলে র‍্যাবের আরও তিনজন সদস্যকে আটকে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। সবশেষ সন্ধ্যা সোয়া ৬টার দিকে রিপোর্ট লিখার সময় তাদের উদ্ধারে র‍্যাবের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছেন।

চট্টগ্রাম র‍্যাব ও চট্টগ্রাম পুলিশের ঊর্ধ্বতন দুজন কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম র‍্যাবের একজন কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে বলেন, সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে চট্টগ্রাম র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের থেকে একটি টিম অভিযানে নামে। এ সময় তাদের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। তাদের হামলায় এক র‍্যাব সদস্য গুরুতর আহত হন। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি র‍্যাবের ৩ জন। আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি।

জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় ৪ দশক ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি দীর্ঘদিন ধরেই পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এলাকাটি এখনো সশস্ত্র পাহারায় নিয়ন্ত্রিত হয় এবং বহিরাগতদের প্রবেশ কার্যত নিষিদ্ধ।

জঙ্গল সলিমপুরের মোট আয়তন প্রায় ৩ হাজার ১০০ একর। জেলা প্রশাসন সূত্র অনুযায়ী, লিংক রোড সংলগ্ন এই এলাকায় প্রতি শতক জমির বাজারমূল্য ৯ থেকে ১০ লাখ টাকা। সে হিসাবে দখল হয়ে থাকা সরকারি খাসজমির আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা। এই বিশাল অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করেই এলাকায় দীর্ঘদিন ধরে সংঘর্ষ, খুনোখুনি ও সন্ত্রাসী তৎপরতা চলে আসছে।

গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র সংঘর্ষ আরও বেড়ে যায়। এর জেরে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যার সবগুলোই পাহাড় দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। সবশেষ ওই এলাকায় দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হন। এর পরদিন সেখানে সংবাদ সংগ্রহে গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হন দুই সাংবাদিক।

এর আগেও একাধিকবার জঙ্গল সলিমপুরে উচ্ছেদ ও পাহাড় কাটা বন্ধে অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়ে প্রশাসন। ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানার ওসি ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। ২০২২ সালেও একাধিকবার র‌্যাব, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের ওপর হামলার ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, এলাকাটির ভৌগোলিক অবস্থান এমন যে বাহিনীর গাড়ি প্রবেশ করলেই পাহারাদারদের মাধ্যমে সন্ত্রাসীরা আগাম খবর পেয়ে যায়। এরপর পাহাড়ের ওপর থেকে গুলি, ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এককভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

জঙ্গল সলিমপুরে সরকারি খাস জমিতে কারাগার, আইটি পার্কসহ অন্তত ১১টি বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও জমি উদ্ধার না হওয়ায় কোনো প্রকল্পই আলোর মুখ দেখেনি। 

এসএন

Share this news on:

সর্বশেষ

img
কখনো ঢাকা আসেননি হঠাৎ তাদের খোঁজ জানতে চাইলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ! Jan 19, 2026
img
কী কারণে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন? Jan 19, 2026
img
জুলাই চেতনা বিক্রি করে এক পয়সারও অনধিকার চর্চা করিনি: আবিদুল ইসলাম খান Jan 19, 2026
img
চেনা ছক ভেঙে নতুন রূপে মালবিকা মোহানন Jan 19, 2026
img
সার্টিফিকেশন বোর্ড থেকে পুনরায় সরে দাঁড়ালেন খিজির হায়াত Jan 19, 2026
img
যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৫৭ হাজার টন গম Jan 19, 2026
img
টং দোকানে চা খেলেন নিরব, ছুড়ে ফেললেন গ্ল্যামার Jan 19, 2026
img
রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে ব্রিফিংয়ের আয়োজন ইসির Jan 19, 2026
img
সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আশঙ্কাজনক ৩ সদস্য Jan 19, 2026
img
আসুন শহীদদের ঋণ স্বীকার করি, তাদের স্বপ্নকে ‘হ‍্যাঁ’ বলি: আলী রীয়াজ Jan 19, 2026
img
কমিশন যেন আন্দোলনের মাঠে নামতে বাধ্য না করে, হুঁশিয়ারি নাহিদের Jan 19, 2026
img
ছেলের দ্বিতীয় বিয়েতে সবার নজর কাড়লেন ৫২ বছর বয়সী মরিয়ম নেওয়াজ! Jan 19, 2026
img
বিমানবন্দর ও তার আশপাশের এলাকায় হর্ন বাজালে ১০ হাজার টাকা জরিমানা Jan 19, 2026
img
ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার করল দুই দেশ Jan 19, 2026
img
আগের মতো পাতানো নির্বাচন হতে দেবো না, ভোট হবে ৯১'র মতো: নাহিদ ইসলাম Jan 19, 2026
img
দেব-শুভশ্রীর কামব্যাক, সিনেমা মুক্তির ১০ মাস আগেই হাউসফুল! Jan 19, 2026
img

রুমিন ফারহানার প্রশ্ন

ডিসি আমাকে কোন এখতিয়ারে শোকজ করে? Jan 19, 2026
img
‎শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধারা রক্ত দেয়নি : ফরিদা আখতার Jan 19, 2026
img
গণভোটের গোলাপি ব্যালটই নির্ধারণ করবে জাতির ২০-৫০ বছরের ভবিষ্যৎ: ফাওজুল কবির Jan 19, 2026
img
২৬ ফেব্রুয়ারী চার হাত এক করতে যাচ্ছে বিজয়-রাশ্মিকা Jan 19, 2026