শবে মেরাজের ইবাদত বাসায় করার আহ্বান

শবে মেরাজের ইবাদত বাসায় করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ এ আহ্বান জানান।

সংস্থাটির মহাপরিচালক আরও বলেন, করোনাভাইরাসের কারণে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। এ অবস্থায় জনসমাগম করা উচিত হবে না। কাজেই ধর্মপ্রাণ মুসল্লিদের অনুরোধ জানাই, আপনারা শবে মেরাজের ইবাদত বন্দেগী বাসায় বসে করুন। দেশের জন্য, দেশের মানুষের জন্য আপনারা বেশি বেশি দোয়া করুন।

আনিস মাহমুদ বলেন, শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন মসজিদে মসজিদে মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা সব ধরণের কর্মসূচী স্থগিত করেছি। মুসল্লিরা ধৈর্য্য ধারণ করুন। বাসায় বসে বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত করুন।

ফাউন্ডেশনের মহাপরিচালক আরও বলেন, যদিও আমরা এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করিনি। তবুও আমরা এই বার্তা দেশের সব মসজিদে ও ইমামদের কাছে পৌঁছে দিয়েছি।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: