পাশাপাশি বসে দেব-শুভশ্রী। হাসি মুখ, চোখে চোখে কথা। লাইভে আসতেই , অনেকে কমেন্ট করে যাচ্ছেন, এবার আপনারা লাইভে এসে বিয়ের অ্যানাউন্সমেন্ট করুন। আর ওদিকে রাজ এ কি বলে ফেললেন!!"দেবের সাথে শুভশ্রীর বিয়ে হলেই ভালো হতো।"
কানে শুনে যেন অনেকেই বিশ্বাস করতে পারছেন না। কিন্তু ওই যে কপাল বলে একটা কথা আছে!! আর সেটা কিন্তু রাজ চক্রবর্তী স্বীকার করে নিলেন।
দেব আর শুভশ্রী জুটি অর্থাৎ দেশু জুটির অনুরাগীরা মনে প্রাণে একটা সময় চেয়েছিল, এই জুটি বিয়ে করুক। সারাটা জীবন একসাথে থাকুক।
কিন্তু না। সেই চাওয়া মেলেনি । প্রেমের সম্পর্ক ছিল ঠিকই, তারপর সেটা বিচ্ছেদে গড়ালো। দুজনের পথ আলাদা হলো। তারপর সমস্ত মান-অভিমান ভুলে আবার দুজনে এক পয়েন্টে । তবে কাজের সূত্রে , ব্যক্তিগত জীবনে নয়।
কিন্তু অতীত কি সত্যিই কখনও পিছু ছাড়ে? নাকি অতীতকে মেনে নিয়েই বর্তমানে সুন্দর করে বাঁচা যায়? কি আশ্চর্য তাই না??
একটা সময় দেব শুভশ্রীর প্রেমের সাক্ষী থেকেছেন রাজ চক্রবর্তী নিজে। সেই রাজ চক্রবর্তী এখন বলছেন, " শুভশ্রী আমার কপালে ছিল। কিচ্ছু করার নেই। শুভশ্রীর কপালেও আমি ছিলাম। আমি আর শুভশ্রী খুব সুখী । খুব ভালো আছি। আমার বিশ্বাস, দেবের সাথে যার বিয়ে হবে সেও খুব সুখী থাকবে । দেবও খুব ভালো ছেলে। "
সত্যি বলতে, স্ত্রীর প্রাক্তন প্রেমিককে নিয়ে এমন স্বীকারোক্তি কজন দিতে পারবে বলুন তো?? তাই অনেকেই বলছেন, শুভশ্রীর বর হিসেবে রাজ একদম পারফেক্ট। আর এটাই তো প্রকৃত ভালবাসার লক্ষণ ।
আপনারও কি তাই মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান।
কেএন/টিকে