কাল থেকে সারাদেশে মাঠে থাকবে সেনাবাহিনী

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সতর্কতামূলক বিষয় জোরদার করার জন্য ২৪ মার্চ থেকে মাঠে নামবে সেনাবাহিনী। কোয়ারেন্টিন নিশ্চিতকরণ, জনসমাগম রোধ ও সতর্কতার অংশ হিসেবে সেনাবাহিনী জেলা ম্যাজিস্ট্রেটকে সহায়তার জন্য কাজ করবে।

সোমবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। এসময় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জেলা প্রশাসনকে সহায়তা করার জন্য সারাদেশে সেনা সদস্যরা কাজ করবে। মানুষ কোয়ারেন্টিন মানতে চাইছে না। কাজেই সেনা সদস্যরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে বলে সরকার মনে করছে। যে কারণে সশস্ত্রবাহিনীকে মাঠে নামানো হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী ৪ এপ্রিল পর্যন্ত গণপরিহন চলাচল সীমিত করা হবে। সরকারি কোন দপ্তরে যদি কারো কোন প্রয়োজন হয়, তবে তা অনলাইনে করার চেষ্টা করতে হবে। এছাড়া জরুরি কাজ না থাকলে কেউ যেন বাড়ি থেকে বের না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। নিজ নিজ জায়গা থেকে সচেতন ও সতর্ক হওয়ার কোন বিকল্প নেই।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: