টোকিও অলিম্পিকে আসছে না কানাডা

এ বছরের মাঝামাঝি জাপানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ আসর অলিম্পিক গেমস-২০২০। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারী দেখা দেয়ায় এই আসর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন অনিশ্চয়তার মাঝেই এবার টোকিও অলিম্পিক গেমস-২০২০ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে কানাডা।

এর আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে টোকিও অলিম্পিক স্থগিত হতে পারে। কারণ পরিস্থিতি এই অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।

জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রীর বক্তব্যের পরপরই কানাডা টোকিও অলিম্পিক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। ফলে কানাডার মত বৃহৎ অংশগ্রহণকারী দেশের এধরণের সিদ্ধান্তে টোকিও অলিম্পিক আয়োজনে আরও অনিশ্চয়তা দেখা দিল।

এদিকে করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়াও টোকিও অলিম্পিক স্থগিত করে তা ২০২১ সালে আয়োজন করার পরামর্শ দিয়েছে। সূত্র: বিবিসি

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: