মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এতে এসব আসনে ৬৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুুর রহমান। ১১টি আসনের ৮ টিতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। অপরদিকে জামায়াতেরও বিদ্রোহী প্রার্থী আছে একটিতে।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়বেন উত্তর জেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সালমান ওমর রুবেল। এই আসনে ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মো. তাজুল ইসলাম।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক এমপি ও ২৪ সালের নির্বাচনে অংশ নিয়ে দল থেকে বহিষ্কার হওয়া শাহ শহীদ সারোয়ার। এখানে ১০ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মুহাম্মদুল্লাহ।
ময়মনসিংহ-৩ গৌরীপুরে বিএনপির প্রার্থী প্রকৌশলী এম ইকবাল হোসেইনের প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির বহিষ্কৃত সদ্য সাবেক আহবায়ক আহম্মদ তায়েবুর রহমান হিরন। এখানে ১০ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের ফজলুর রহমান।
ময়মনসিংহ-৪ বাংলাদেশ খেলাফতে মজলিসের মোস্তাক আহমেদ প্রত্যাহার করায় এই আসনে বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দের মূল প্রতিদ্বন্দ্বী ১০ দলীয় জোট সমর্থিত জামায়াতের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। জাতীয় পার্টি থেকে লড়বেন আবু মূসা সরকার।
ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন বাবলুর প্রতিদ্বন্দ্বী ১০ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়ায় বিএনপির প্রার্থী আখতারুল আলম ফারুকের প্রতিদ্বন্দ্বী ১০ দলীয় জোটের প্রার্থী মু. কামরুল আহসান মিলন। এ আসনে জামায়াতের বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়বেন দল থেকে বহিষ্কৃত সাবেক জেলা আমীর অধ্যাপক জসিম উদ্দিন। স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শামসউদ্দিনের স্ত্রী আখতার সুলতানা।
ময়মনসিংহ-৭ ত্রিশালে বিএনপির প্রার্থী ডা.মাহবুবুর রহমান লিটনের প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক সংসদ সদস্যের ছেলে মুহাম্মদ আনোয়ার সাদাত। ১০ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী রয়েছেন আসাদুজ্জামান সোহেল।
ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর প্রতিদ্বন্দ্বী সদ্য বিএনপি থেকে পদত্যাগ করে বাংলাদেশ ইসলামি আন্দোলনের প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহিন। এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এলডিপির অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল।
ময়মনসিংহ-৯ নান্দাইলে বিএনপির প্রার্থী ইয়াসির খান চৌধুরীর প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক সংসদ সদস্যের স্ত্রী হাসিনা খান চৌধুরী। এখানে ১০ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির অ্যাডভোকেট একে এম আনোয়ারুল ইসলাম চাঁন।
ময়মনসিংহ-১০ গফরগাঁওয়ে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর প্রতিদ্বন্দ্বিতা হবে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবু বকর সিদ্দিকুর রহমানের সাথে। অন্যদিকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসাবে এলডিপির সৈয়দ মাহমুদ মোর্শেদ লড়লেও আসনটি জোটগতভাবে উম্মুক্ত থাকায় জামায়াতের প্রার্থী মো. ইসমাঈলও নির্বাচনী মাঠে থাকবেন।
ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপির প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মুর্শেদ আলম। এখানে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির ডা.জাহেদুল ইসলাম।
এসএস/টিএ