সিলেট সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে এক কোটি ৯ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, প্রতাপপুর ও তামাবিল বিওপি এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, পেঁয়াজ, কমলা, ওষুধ, চকলেট, সাবান ও মেহেদী জব্দ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন ও সুপারিও আটক করা হয়েছে।
পাশাপাশি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় সিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্বরে অভিযান চালিয়ে ট্রাকে বালুর নিচে অভিনব কায়দায় পরিবহন করা বিপুল পরিমাণ জিরা উদ্ধার করে।
বিজিবি জানায়, আটককৃত চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য এক কোটি ৯ লাখ ৩০ হাজার ২৪০ টাকা। সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি অধিনায়ক জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। আটককৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
টিজে/এসএন