সোমালি-আমেরিকানদের লক্ষ্য করে আবারও কঠোর ও বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় তিনি মিনেসোটায় বসবাসকারী সোমালি কমিউনিটিকে নিয়ে নতুন করে আক্রমণ করেন।
দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সোমালি-আমেরিকানদের লক্ষ্য করে আবারও কঠোর ও বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প মিনেসোটার সোমালি-আমেরিকান জনগোষ্ঠীর দিকে বারবার আঙুল তুলছেন। তিনি দাবি করেন, অঙ্গরাজ্যটিতে একটি বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে সোমালিদের সংশ্লিষ্ট রয়েছে। কিন্তু এ নিয়ে কেউ কথা বলছে না।
ট্রাম্প বলেন, ‘মিনেসোটায় অন্তত ১৯ বিলিয়ন ডলার উধাও হয়ে গেছে, যার বড় একটি অংশ সোমালিদের দেয়া হয়েছে। সোমালিরা এগুলো নিয়ে গেছে। আপনি ভাবতে পারেন?’ তবে বরাবরের মতো এই দাবির পক্ষেও কোনো প্রমাণ দেননি তিনি।
এরপর মার্কিন প্রেসিডেন্ট সোমালি- আমেরিকানদের নিয়ে অবমাননাকর ভাষা ব্যবহার করেন এবং তাদের ‘কম বুদ্ধিসম্পন্ন মানুষ’ বলে মন্তব্য করেন। তিনি আরও দাবি করেন, সোমালিরা প্রতারণামূলক প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছে। তার ভাষায়, ‘অন্যরা তাদেরকে টাকা দেয়। আর তারা সেই টাকা দিয়ে মার্সিডিজ বেঞ্জের মতো দামি গাড়ি কেনে।’
এছাড়া ট্রাম্প সোমালিদের মাতৃভূমি সোমালিয়া রাষ্ট্র নিয়েও অবমাননাকর মন্তব্য করেন। তিনি বলেন, ‘সোমালিয়ার কখনো ঠিকমতো সরকার বা রাষ্ট্র ব্যবস্থা ছিল না এবং এটা ‘কোনো দেশই নয়’।
সোমালিদের তুচ্ছ-তাচ্ছিল্য করে ট্রাম্প বলেন, ‘তাদের কোনো টাকা নেই। কখনও ছিলও না। তাদের কোনো ভালো জীবন ছিল না। তাদের ভালো কোন সরকার ছিল না। তাদের ভালো কোন দেশ ছিল না। কারণ ওদের কোনো দেশই নেই। সোমালিয়া কোনো দেশ নয়। তাদের এমন কিছু নেই যা একটি দেশের সাথে সাদৃশ্যপূর্ণ, এবং যদি এটাকে একটি দেশও বলা হয়, তবে এটি বিশ্বের সবচেয়ে খারাপ হিসাবে বিবেচিত হয়।’
এর আগে গত মাসেই মিনেসোটার সোমালি-অভিবাসীদের ‘আবর্জনা’ অভিহিত করে ট্রাম্প বলেন, ‘আমরা যদি এভাবে আবর্জনা নেয়া অব্যাহত রাখি, তবে দেশ ভুল পথে যাবে।’ সোমালিদের যুক্তরাষ্ট্রে চান না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, তারা যেখান থেকে এসেছে, তাদের সেখানে ফিরে যাওয়া উচিত এবং তাদের নিজ দেশের ভালো না থাকার পেছনে একটি কারণ আছে।
তার এমন মন্তব্যের পর মিনেসোটার সোমালি-আমেরিকানদের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাম্পের এসব মন্তব্যকে অনেকেই বর্ণবাদী ও বিভাজনমূলক বলে সমালোচনা করছেন। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বক্তব্য যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে ভীতি ও উত্তেজনা বাড়াতে পারে।
এসকে/টিএ