চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ ইতিহাস গড়তে প্রস্তুত: মেয়র শাহাদাত

চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ ইতিহাস গড়তে প্রস্তুত বলে জানিয়েছেন চসিক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২১ জানুয়ারি) আগামী ২৫ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে পলোগ্রাউন্ডে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বিকেলে নগরের নাসিমন ভবনে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিমুর রহমান।

সভায় ডা. শাহাদাত হোসেন তিনি বলেন, চট্টগ্রামের সঙ্গে বিএনপির সম্পর্ক ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল। বীর চট্টলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

২০১২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ রাজনৈতিক জনসভা। সেই ঐতিহাসিক ধারাবাহিকতায় এবার বীর চট্টলায় আসছেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ ইতিহাস গড়তে প্রস্তুত।

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মেয়র শাহাদাত বলেন, শৃঙ্খলা, জনসম্পৃক্ততা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে এই মহাসমাবেশকে স্মরণীয় করে তুলতে হবে।

তিনি আরও বলেন, দেশের ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এই দফাগুলো বাস্তবায়নের মধ্যদিয়েই দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব।

ডা. শাহাদাত হোসেন বলেন, ফ্যাসিবাদী শাসনের পতনে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। এখন তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, ২৫ জানুয়ারির পলোগ্রাউন্ড মহাসমাবেশকে ঘিরে শৃঙ্খলা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগ এড়ানোর বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মহাসমাবেশ যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সুশোভিত পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে মহানগর বিএনপি সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ. এম. নাজিম উদ্দিন, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী সাঈদ আল নোমান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতারা।

এসময় মহানগর বিএনপির সদস্য ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘বিশ্বকাপ কে না খেলতে চায়’, আইসিসি বোর্ড সভার পর বিসিবি সভাপতি Jan 22, 2026
img
বিস্কুটে ছোট ছোট ছিদ্র থাকে কেন? জেনে নিন অবাক করা তথ্য Jan 22, 2026
img
কালো কিশমিশ ভিজিয়ে খেলে কী উপকার? Jan 22, 2026
img
ট্রাম্পের বোর্ড অব পিস, কারা যোগ দিলেন আর কারা দিলেন না? Jan 22, 2026
img
চুলে তেলের পরিবর্তে ঘি মাখলে কী উপকার? Jan 22, 2026
img
ঢামেকে রোগীর মৃত্যু, চিকিৎসককে মারধর Jan 22, 2026
img
নির্বাচনী প্রচারে মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহের অভিযোগ Jan 22, 2026
img

শুরুর আগেই পূর্ণ জনসভার স্থল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা Jan 22, 2026
img
পাকিস্তানে তেল-গ্যাসের বিশাল মজুত আবিষ্কার Jan 22, 2026
img
চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ ইতিহাস গড়তে প্রস্তুত: মেয়র শাহাদাত Jan 22, 2026
img
একাধিক মামলার আসামি যুবদল নেতা কবির হোসেন গ্রেপ্তার Jan 22, 2026
img
সিলেট টাইটান্সের ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ফাহিম আল চৌধুরীর Jan 22, 2026
সিলেট পৌঁছালেন তারেক রহমান Jan 22, 2026
img
ধুরন্ধরের রেকর্ড ভাঙতে পারে ‘বর্ডার ২’ Jan 22, 2026
বিশ্ব আর্থিক ও নিরাপত্তা ব্যবস্থায় বড় শক্তির প্রভাব বৃদ্ধি Jan 22, 2026
চলে গেলেও চিরস্মরণীয় সুশান্ত সিং রাজপুত Jan 22, 2026
বিপিএলে বরিশাল না থাকায় হৃদয়ে ব্যথা : কাফি Jan 22, 2026
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসিকে ২৪ ঘণ্টায় জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত Jan 22, 2026
img
সীমান্তবর্তী রাজ্যগুলোর নিরাপত্তা বাহিনীকে বিশেষ নির্দেশনা দিলো ভারত Jan 22, 2026
img
ওরা দুর্বল বলেই ভয় দেখাচ্ছে, মামলা করছে: জাপা প্রার্থী সিদ্দিকুল Jan 22, 2026