অভিনয়ে না থাকলেও অভিনেত্রী রোজিনাকে দেখা যায় এফডিসিতে নানা কারণেই, নানা আয়োজনে। শিল্পী সমিতির নানা আয়োজনে তিনি সরব ছিলেন বরাবর। তবে শেষবার শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য থেকে পদত্যাগ করে বিস্ময় তৈরি করেছিলেন। কেউ জানতো না কেন পদত্যাগ করেছেন তিনি। কারণ দেখিয়েছিলেন ব্যক্তিগত। অভিনয় না করলেও সিনেমা বানান। সর্বশেষ অনুদানের সিনেমা ‘ফিরে দেখা’ নির্মাণ করেছিলেন।
এরপর রোজিনাকে দেখা যেত বিভিন্ন অনুষ্ঠানে আয়োজনে।
সামজিক মাধ্যমেও তিনি সক্রিয়। তবে এবার রোজিনাকে দেখা গেল বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ অনুষ্ঠানে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী থিম সং প্রকাশ করেছে।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে থিম সংটির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এখানে রোজিনা ছাড়াও উপস্থিত ছিলেন কনকচাঁপা,মনির খান, সাব্বির জামান, রাজীব ও মুহিন অন্যান্যরা। তবে রোজিনার উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদে নির্বাচনে অভিনেত্রী রোজিনা মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরি কমিটিতে নির্বাচন করেন। তিনি ১৮৫ ভোট পেয়ে জয়ী হন। এর আগে ২০১৯-২১ মেয়াদের নির্বাচনেও এই নায়িকা মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী পদে বিজয়ী হয়ে দায়িত্ব পালন করেন।
তবে দায়িত্ব শুরুর আগেই পদত্যাগ করেন তিনি।