নরসিংদীতে তারেক রহমান

করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট এই দেশের ছাত্র-জনতা, নারী, শ্রমিক, পেশাজীবী সব ধরনের মানুষ এই দেশের স্বাধীনতাকে রক্ষা করেছিল। যেই স্বাধীনতা আমরা ৭১ সালে অর্জন করেছি। আপনার কথা বলার অধিকার, ভোটের অধিকার, তারা নিজের জীবন বিসর্জন দিয়ে ফিরিয়ে এনেছে। তাই কথা বলতে হবে।

যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। আর যেটা মন্দ সেটাকে মন্দ বলতে হবে। যদি মন্দ হয় সেটাকে প্রতিবাদ করতে হবে। গত ১৫ বছর তথাকথিত নির্বাচনে কি কোনো জনসভা করতে দিয়েছিল? ভোটের অধিকার দিয়েছিল? শুধু ছিল গুম, শুধু ছিল খুন, শুধু ছিল গায়েবী মামলা।

আর ছিল বিদেশে টাকা পাচার। সেজন্যই তো আজকে রাস্তাঘাটের অবস্থা এই রকম খারাপ। স্কুল-কলেজ, হাসপাতালগুলোর অবস্থা জীর্ণ হয়ে গেছে। বেকার যারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই।

মিল কারখানা বন্ধ হয়ে আরো মানুষ বেকার হয়ে যাচ্ছে। তাহলে তো এই অবস্থার পরিবর্তন করতে হবে। তাই ১২ তারিখের নির্বাচনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। দেশ কোন দিকে যাবে? দেশকে কোন পথে যেতে হবে। আর এই সিদ্ধান্ত নেবার মালিক কে? এই দেশের জনগণ আপনারা।

এই দেশের ২০ কোটি মানুষ এই দেশের মালিক। দেশের মানুষ মানুষ পরিবর্তন চায়, নিরাপদে থাকতে চায়, সুশাসন চায়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় নরসিংদী পৌর পার্ক সংলগ্ন এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তারেক রহমানের নরসিংদীতে আগমন উপলক্ষ্যে বিকেল থেকেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী সমর্থকরা সভাস্থলে যোগ দেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে তারেক রহমান বলেন, বিগত ১৫ বছর আপনাদের ভোট নিয়ে যেই ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্র কিন্তু আবার চালু হয়েছে। আরেকটি দল ষড়যন্ত্র করছে। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা নিজের জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল। কিন্তু সেদিন আমরা খেয়াল করেছিলাম একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল। তাদের কারণে অনেকের শহীদ হয়েছে, মা বোনের সম্মান নষ্ট হয়েছে। আজকে কিছু কিছু মানুষ বলে- ওমুককে তো দেখলাম, তমুককে তো দেখলাম। এইবার ওমুককে দেখি। আরে ভাই যাদেরকে দেখার কথা বলতেছেন তাদেরকে তো ৫০ বছর আগে এই দেশের মানুষ দেখেছে তারা কি করেছে। তারা ৫০ বছর আগেই দেশের মানুষের স্বার্থের বাইরে গিয়ে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। শুধু তাই নয় ইদানীং আমরা খেয়াল করছি, তাদের লোকজন বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের বিভ্রান্ত করছে। তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। এখন আল্লাহর ঘর কাবার মালিক কে?

চাঁদ সূর্য, দিন-দুনিয়ার মালিক কে? আল্লাহ আমাদের ভালো কাজ করলে জান্নাতে নেবে আর খারাপ কাজ করলে দোযখে নেবে? সবকিছুর মালিক আল্লাহ। যেই সব কিছু আল্লাহ, সেসব কিছু কি মানুষের দেওয়ার ক্ষমতা আছে? এটা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা নিজেদের তুলনা করে তারা তো শিরক তো করছেই। পাশাপাশি মানুষকে ধোঁকা দিচ্ছে। যারা ভোটের আগে ধোঁকা দিতে পারে তারা ভোটের পরে কি করবে এই বোঝেন আপনারা? তারা যে শুধু ভোট নিয়ে ষড়যন্ত্র করছে তা না। দুদিন ধরে খবরের কাগজে দেখছি নতুন প্রতারণা করছে তারা। তারা বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের এনআইডি নিয়ে বিকাশ নম্বর চাচ্ছে। আবার তারাই বলে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে। যে নিজেই অসৎ কাজ করে সে কীভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে? কত বহুরূপী তারা? এই দেশকে ও দেশের মানুষকে তাদের হাত থেকে রক্ষা করতে হবে। এই যে কয়েকদিন আগে দেশে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে। তাদের এইসব মোনাফেকির জন্য, ধোঁকাবাজির জন্য আল্লাহ আমাদের সতর্ক করেছেন।

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আগামী ১২ তারিখে তাহাজ্জুদের ওয়াক্তে ঘুম থেকে উঠতে হবে। তাহাজ্জুত নামাজ পড়ে সবাই যার যার ভোটকেন্দ্রে চলে যাবেন। সেখানে গিয়ে ফজরের নামাজ সবাই জামাতে পড়বেন। পরে সাথে সাথে ভোটকেন্দ্রে গিয়ে দাঁড়াবেন। প্রথম প্রথম ভোট দিয়ে দেবেন। কেন আপনাদের এই কথাগুলো বলেছি জানেন? এই দেশের রাস্তাঘাট, স্কুল কলেজ, হাসপাতাল, কলকারাখানা সব ধ্বংস হয়ে গেছে। এই দেশটাকে তো নতুন করে গড়তে হবে। একজন তো দিল্লি বাইগা গেছে, আরেকজন তো কিছু হলেই পিণ্ডি চলে যায়। খালেদা জিয়া কোথাও গেছে? তিনি সবসময় বলেছেন এই দেশের মাটিই আমার ঠিকানা। আমি কোথাও যাব না। তাই এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। সেজন্য কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। মা বোনের পাশে দাঁড়াতে হবে। তাদেরকে ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষিকার্ড বাস্তবায়ন করতে হবে। খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। আমার আব্বা তো খাল খনন করেছিল, আব্বার ছেলে হিসেবে আমিও করতে চাই।

তাই খাল কাটতে হবে, রাস্তাঘাট ঠিক করতে হবে, যুবকদের কর্ম সংস্থানের ব্যবস্থা করতে হবে। লুটপাট হওয়া দুর্নীত বন্ধ করতে হবে। তাই আমরা বলি ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। আগামী নির্বাচনে ধানের শীষ জিতলে বাংলাদেশ এগিয়ে যাবে। তাই সবার আগে আপনাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে।

এর আগে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসমাবেশ শেষে মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠে দ্বিতীয় জনসমাবেশ করেন। এরপর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কুট্টাপাড়া ফুটবল মাঠে এবং কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামের জনসমাবেশে অংশ নিয়ে বক্তব্য দেন।

সমাবেশে বক্তব্য নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা। এরমধ্যে নরসিংদী-১ (সদর) আসনে নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী-২(পলাশ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নরসিংদী-৩ (শিবপুর) আসনে নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী-৪(মনোহরদী-বেলাব) নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক মো. আশরাফ উদ্দিন বকুল।

তারেক রহমান নরসিংদী সমাবেশস্থলে পৌঁছানোর পূর্বে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল, সদস্য আকরামুল হাসান মিন্টু, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হোসেন, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা-প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, আগামী সপ্তাহে স্বাক্ষর Jan 23, 2026
img
লন্ডনে নারীর জীবন বাঁচালেন ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন Jan 23, 2026
img
রমজানে মসজিদের বাহিরে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা সৌদির Jan 23, 2026
img
আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র Jan 23, 2026
img
হৃতিকের রহস্যময় অনুরোধ, দুশ্চিন্তায় অনুরাগীরা Jan 23, 2026
img
রুশ তেলবাহী জাহাজ আটক করল ফ্রান্স, নাবিকেরা ভারতীয় Jan 23, 2026
img
ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে: তারেক রহমান Jan 23, 2026
img
জুলাই-পরবর্তী কার্যক্রম দেখে ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের Jan 23, 2026
img

নরসিংদীতে তারেক রহমান

করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ Jan 23, 2026
img
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা Jan 23, 2026
img
সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন Jan 23, 2026
img
ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ : লুৎফুজ্জামান বাবর Jan 23, 2026
img
সেরা হওয়া সত্ত্বেও অস্কার ট্রফিতে আগ্রহ নেই হলিউড অভিনেত্রীর Jan 23, 2026
img
বুকে চাদর জড়িয়ে শীতের সকালে রোদ স্নান! Jan 23, 2026
img
জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২ Jan 23, 2026
img
জান্নাতের টিকিটের নামে ধোঁকাবাজি মানুষ বুঝে গেছে : কামরুল হুদা Jan 23, 2026
img
৭১-এর স্বাধীনতা ২৪-এ রক্ষা হয়েছে : তারেক রহমান Jan 23, 2026
img
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান Jan 23, 2026
img
প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা করা এখন অত্যন্ত জরুরি : মির্জা ফখরুল Jan 23, 2026
img
গাজা ‘বোর্ড অব পিস’-এর আনুষ্ঠানিক যাত্রা, সনদে ট্রাম্পের সই Jan 23, 2026